রোমানিয়ার নির্বাচনে রুশপন্থি নেতা জর্জেস্কুর মনোনয়ন বাতিল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১১:৩৯ এএম

জনমত সমীক্ষায় ৪০ শতাংশ ভোট পেয়ে সরকার গড়ার দৌড়ে এগিয়ে ছিলেন অতি দক্ষিণপন্থি নেতা কালিন জর্জেস্কু। কোনো কারণ না দেখিয়েই তাকে নির্বাচন থেকে বের করে দেওয়া হয়েছে।
রোববার রোমানিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, স্বাধীন প্রতিদ্বন্দ্বী হিসেবে অতি দক্ষিণপন্থি নেতা কালিন জর্জেস্কু যে মনোননয়ন জমা দিয়েছিলেন, তা বাতিল করা হয়েছে। কিন্তু কেন জর্জেস্কুর মনোনয়ন বাতিল করা হলো, সে বিষয়ে কোনো কথা জানায়নি নির্বাচন কমিশন।
জর্জেস্কু জানিয়েছেন, তিনি এ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন এবং আদালতে আপিল করবেন।
এদিকে, রোববার নির্বাচন কমিশন এই ঘোষণা দেওয়ার পরেই জর্জেস্কুর সমর্থকেরা রাস্তায় নামেন। তারা নির্বাচন কমিশনের অফিসেও হামলা চালানোর চেষ্টা করেন। জর্জেস্কু সমাজ মাধ্যমে লিখেছেন, এই ঘটনা সরাসরি গণতন্ত্রের ওপর হামলা। তার কথায়, ইউরোপ আগেই একনায়কদের হাতে চলে গেছে। রোমানিয়া এখন অত্যাচারীদের হাতে।
এর আগে গত নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে জয়ী হয়েছিলেন জর্জেস্কু। কিন্তু রোমানিয়ার সাংবিধানিক কোর্ট দ্বিতীয় রাউন্ডের নির্বাচন শুরুর আগেই প্রথম রাউন্ড বাতিল করে দিয়েছিল।
আদালত জানিয়েছিল, জর্জেস্কুর নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে। সে কারণে প্রথম রাউন্ডের ভোট বাতিল করা হয়েছে। যদিও জর্জেস্কু এবং রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছিল। তারপরেই এবারের নির্বাচন ঘোষণা করা হয়।
জনমত সমীক্ষায় দেখাচ্ছে, ৪০ শতাংশেরও বেশি ভোট জর্জেস্কুর পক্ষে। যদি তিনি এই ভোট পেতেন তাহলে সরকার গড়তে পারতেন। কিন্তু তার আগেই তার পদ খারিজ করে দেওয়া হলো।
জর্জেস্কুর বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং মামলা আছে। রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তার নির্বাচনি প্রচারের টাকা কোথা থেকে আসছে, এ বিষয়ে তিনি মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ দায়ের হয়েছে। দেশের সংবিধানকেও তিনি অমান্য করেছেন বলে অভিযোগ উঠেছে। যদিও এই একটি অভিযোগও মানতে নারাজ জর্জেস্কু।
সূত্র: ডয়েচে ভেলে