ডোমিনিকায় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১০:০৪ পিএম

ক্যারিবিয়ান দ্বীপ দেশ ডোমিনিকায় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষার্থী সুদীক্ষা কোনানকি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। কর্তৃপক্ষ ২০ বছর বয়সি ওই শিক্ষার্থীর সন্ধানে অভিযান চালাচ্ছে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ইউনিভার্সিটি অব পিটসবার্গের শিক্ষার্থী সুদীক্ষা কোনানকি গত ৬ মার্চ নিখোঁজ হন। এ সময় তিনি তার সহপাঠীদের সঙ্গে ক্যারিবিয়ান দ্বীপ দেশটিতে বসন্তকালীন ছুটি কাটাতে গিয়েছিলেন।
ডোমিনিকান কর্তৃপক্ষ জানিয়েছে, সুদীক্ষাকে শেষবার পুন্তা কানা রিসোর্ট শহরের এক সৈকতে হাঁটার সময় দেখা গিয়েছিল এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে লাউডন কাউন্টি শেরিফের কার্যালয়ের একজন মুখপাত্র বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় আমাদের অফিসে ভার্জিনিয়ার লাউডন কাউন্টির এক নিখোঁজ নারীর বিষয়ে জানানো হয়, যিনি একদল লোকের সঙ্গে ডোমিনিকান রিপাবলিকে ভ্রমণ করছিলেন। বিশেষ করে পুন্তা কানায়’।
স্থানীয় কর্মকর্তাদের মতে, ২০ বছর বয়সি সুদীক্ষা যখন সৈকতে হাঁটছিলেন, তখন তিনি একটি বাদামী বিকিনি পরা ছিলেন। নিখোঁজ এই মার্কিন শিক্ষার্থীর পোস্টারে উল্লেখ করা হয়েছে, তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, কালো চুল এবং বাদামী চোখ। নিখোঁজ হওয়ার সময় তিনি বড় বড় গোল কানের দুল, ডান পায়ে ধাতব ডিজাইনের নূপুর, ডান হাতে হলুদ ও স্টিলের ব্রেসলেট এবং বাম হাতে রঙিন পুঁতির ব্রেসলেট পরেছিলেন।
ইউনিভার্সিটি অব পিটসবার্গ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সুদীক্ষার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তার সন্ধানে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জারেড স্টোনসিফার বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুদীক্ষা কোনানকির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং ভার্জিনিয়ার লাউডন কাউন্টি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে তাকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ সহায়তা দিচ্ছে’।
এদিকে ডোমিনিকান রিপাবলিকের উদ্ধারকারী দল ডিফেনসা সিভিল শনিবার সন্ধ্যায় তার সন্ধানে অভিযান চালায়। তবে রাত ৮টার দিকে তারা অনুসন্ধান বন্ধ করে। সংস্থাটি জানিয়েছে, রোববার আবারও অনুসন্ধান শুরু করা হবে।
লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, সুদীক্ষা কোনানকি ২০২৬ সালে ইউনিভার্সিটি অব পিটসবার্গ থেকে স্নাতক সম্পন্ন করার কথা। তবে তিনি কোন বিষয়ে পড়াশোনা করছিলেন, তা স্পষ্ট নয়।
কলেজে ভর্তি হওয়ার আগে তিনি ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় অবস্থিত থমাস জেফারসন হাই স্কুল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে পড়াশোনা করেছিলেন। সূত্র: এনডিটিভি