Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রথমবারের মতো পারমাণবিক সাবমেরিনের ছবি সামনে আনলেন কিম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৩:১০ পিএম

প্রথমবারের মতো পারমাণবিক সাবমেরিনের ছবি সামনে আনলেন কিম

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো একটি নির্মাণাধীন পারমাণবিক সাবমেরিনের ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। শনিবার (৮ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) পারমাণবিক সাবমেরিনের কয়েকটি ছবি প্রকাশ করেছে। 

ছবির ক্যাপশনে লেখা ছিল—‘পারমাণবিক শক্তিচালিত কৌশলগত নির্দেশিত ক্ষেপণাস্ত্রযুক্ত সাবমেরিন’।

কেসিএনএ আরও জানিয়েছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন যুদ্ধজাহাজ নির্মাণকারী প্রধান শিপইয়ার্ডগুলো পরিদর্শন করেছেন। কেসিএনএ সাবমেরিনটির বিষয়ে বিস্তারিত তথ্য না দিলেও কিম জং উনকে এর নির্মাণ সম্পর্কে তথ্য দেওয়ার বিষয় উল্লেখ করেছে।

দক্ষিণ কোরিয়ার সাবমেরিন বিশেষজ্ঞ মুন কিউন–সিক বলেন, সাবমেরিনটির ওজন ৬ হাজার থেকে ৭ হাজার টন হতে পারে।  এটি  কমপক্ষে ১০টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারবে।

মুন কিউন–সিক আরও বলেন, ‘কৌশলগত নির্দেশিত ক্ষেপণাস্ত্র’ শব্দগুলোর মাধ্যমে সাবমেরিনটির পরমাণু অস্ত্র বহনের সক্ষমতার বিষয়টি বুঝানো হয়েছে।

এই সাবমেরিনটি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকির কারণ হতে পারে বলেও মন্তব্য করেন মুন কিউন–সিক।  এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ বলেন, ‘আমরা উত্তর কোরিয়ার সাবমেরিনের দাবির বিষয়ে অবগত। বর্তমানে দেওয়ার মতো এর বেশি তথ্য নেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম