সিরিয়ায় সংঘাতে দায়ীদের বিচারের মুখোমুখি করার অঙ্গীকার শারার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০২:৩৪ পিএম

সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি: সংগৃহীত
সিরিয়ায় গত কয়েকদিন ধরে চলা সংঘাত ও রক্তপাতের জন্য দায়ীদের খুঁজে বের করার অঙ্গীকার করেছেন সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। একইসঙ্গে আসাদের অনুগতদেরও খুঁজে বের করার কথা জানিয়েছেন তিনি।
রোববার (৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, সিরিয়ার নেতা আহমেদ আল-শারা কয়েকদিন ধরে চলা সংঘর্ষের পর বেসামরিক নাগরিকদের ক্ষতি করার সাথে জড়িত যে কাউকে জবাবদিহি করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই সংঘাতে সিরিয়ার নিরাপত্তা বাহিনী ধর্মীয় সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের শত শত বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) অনুসারে, এই লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর ২৩১ জন সদস্য এবং আসাদের সমর্থক ২৫০ জন যোদ্ধা নিহত হয়েছেন, যার ফলে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩১১ জনে দাঁড়িয়েছে।
তবে বিবিসি এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় এই সহিংসতাকে সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে।
জাতীয় টিভিতে সম্প্রচারিত এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভাষণে সিরিয়ার নেতা আহমেদ আল-শারা বলেন, আজ আমরা এই সংকটময় মুহূর্তে নিজেদেরকে একটি নতুন বিপদের মুখোমুখি দেখতে পাচ্ছি। সাবেক সরকারের অবশিষ্টাংশ এবং তাদের বিদেশি সমর্থকদের দ্বারা নতুন সংঘাত উস্কে দেওয়ার এবং আমাদের দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে, যার লক্ষ্য দেশকে বিভক্ত করা এবং দেশের ঐক্য ও স্থিতিশীলতা ধ্বংস করা। ’
শারা আরও বলেন, ‘আমরা দৃঢ়ভাবে এবং প্রশ্রয় ছাড়াই সেইসব অপরাধীদের জবাবদিহি করার প্রতিশ্রুতি দিচ্ছি, যারা বেসামরিক নাগরিকদের রক্তপাত বা আমাদের জনগণের ক্ষতি করার সাথে জড়িত, যারা রাষ্ট্রের ক্ষমতা কাঠামোকে লঙ্ঘন করেছে বা নিজস্ব লক্ষ্য অর্জনের জন্য কর্তৃত্বের অপব্যবহার করেছে। ’
তিনি বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না এবং যাদের হাত সিরিয়ার নাগরিকদের রক্তে রঞ্জিত, তারা শিগগিরই বিচারের মুখোমুখি হবে। ’
দামেস্কের একটি মসজিদ থেকে দেওয়া পৃথক ভাষণে আল-শারা বলেন, ‘আল্লাহর ইচ্ছায়, আমরা এই দেশে একসাথে থাকতে পারব। ’