
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ১১:১০ এএম
হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ, অ্যাডমিনকে গুলি করে হত্যা

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১১:৫৮ এএম

আরও পড়ুন
হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ার অভিযোগে গ্রুপের অ্যাডমিনকে গুলি করে হত্যা করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে।
এই ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ পুলিশের বরাতে জানিয়েছে, পেশোয়ারে একটি কমিউনিটি হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে সরিয়ে দেওয়ার অভিযোগে গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটরকে গুলি করে হত্যার পর এক ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম মুশতাক আহমেদ।
প্রতিবেদন অনুসারে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে বৃহস্পতিবার সন্ধ্যায় মুশতাক আহমেদ নামের ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।
এএফপি এবং স্থানীয় একজন পুলিশ কর্মকর্তার দেখা পুলিশ নথি অনুসারে, আশফাক নামে এক ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।
এএফপির দেখা মুশতাকের ভাইয়ের বিবৃতি অনুসারে, বিতর্কের পর মুশতাক আশফাককে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
তিনি বলেন, উভয় পক্ষই দেখা করার এবং পুনর্মিলনের ব্যবস্থা করেছিল। কিন্তু তিনি অভিযোগ করেছেন, আশফাক বন্দুক নিয়ে এসে গুলি চালিয়ে তার ভাইকে হত্যা করে। তার বিবৃতি অনুসারে, ‘হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অপসারণের প্রতিক্রিয়ায়’ আশফাক রেগে গিয়েছিলেন।
এএফপি বলছে, অস্ত্রের সহজলভ্যতা, উপজাতীয় প্রথার প্রভাব ও অনেক ক্ষেত্রে দুর্বল আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে পাকিস্তানে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে।