
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৪:১২ পিএম
ইসরাইলকে আইএইএর তত্ত্বাবধানে আনার আহ্বান কাতারের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১০:৪৪ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ইসরাইলের সব পারমাণবিক স্থাপনা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কাতার।
রোববার (৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরাইলকে তাদের সব পারমাণবিক স্থাপনা আইএইএ সুরক্ষার অধীনে রাখার এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে যোগদানের আহ্বান জানিয়েছে।
ভিয়েনায় আইএইএ গভর্নরদের একটি বৈঠকের পর এই বিবৃতি দেওয়া হয়। এতে কাতারের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি জসিম ইয়াকুব আল-হাম্মাদি উপস্থিত ছিলেন। বৈঠকে ‘অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের পরিস্থিতি এবং ইসরাইলের পারমাণবিক ক্ষমতা’ নিয়ে আলোচনা করা হয়েছে।
আল-হাম্মাদি বৈঠকে উল্লেখ করেছেন, এই প্রস্তাবগুলোর মধ্যে কয়েকটি স্পষ্টভাবে ইসরাইলকে একটি অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে এনপিটিতে যোগদানের আহ্বান জানিয়েছে।
তিনি আরও উল্লেখ করেছেন, ইসরাইল ছাড়া মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ এনপিটির অংশীদার এবং এর সঙ্গে সুরক্ষা চুক্তি রয়েছে।
আল-হাম্মাদি বলেন, ইসরাইল তার আগ্রাসী নীতি অব্যাহত রেখেছে; যেমন- গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের আহ্বান, পশ্চিম তীরে সামরিক অভিযান তীব্রতর করা, সেই সঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রদানে বাধা এবং জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থার কার্যক্রমের ওপর অব্যাহত বিধিনিষেধ।
প্রসঙ্গত, গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে অন্যতম ভূমিকা পালন করছে কাতার।