Logo
Logo
×

আন্তর্জাতিক

বৃদ্ধ জনগোষ্ঠীর সেবায় নতুন উদ্যোগ

প্রবীণদের সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াচ্ছে চীন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৯:৫৯ এএম

প্রবীণদের সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াচ্ছে চীন

চীন প্রবীণ জনগোষ্ঠী ও সামাজিক সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বিগ ডাটা প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ঘোষণা দিয়েছে। দেশটির জনসংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং কর্মক্ষম জনগোষ্ঠী সংকুচিত হচ্ছে। জন্মহার কমে যাওয়ায় সরকার ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রযুক্তিনির্ভর কৌশল গ্রহণ করছে। বিশেষ করে প্রবীণ ও প্রতিবন্ধীদের সেবার মানোন্নয়নে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে, যা এই খাতে আরও উন্নত ও দক্ষ সেবা নিশ্চিত করবে।  

রোববার চীনের বার্ষিক টু সেশনস রাজনৈতিক সম্মেলনের এক সংবাদ সম্মেলনে নাগরিক বিষয়ক মন্ত্রী লু ঝিইউয়ান বলেন, আমরা সামাজিক সহায়তা, প্রবীণদের সেবা এবং প্রতিবন্ধীদের সহায়তায় বিগ ডাটা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তি ও পণ্যের উন্নয়ন এবং প্রয়োগের গতি ত্বরান্বিত করবো।  

তিনি আরও বলেন, এই উদ্যোগ সেবাগুলোকে আরও সুবিধাজনক, সহজলভ্য এবং মানসম্পন্ন করবে, যা প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের জীবনযাত্রাকে উন্নত করতে সহায়ক হবে।  

প্রযুক্তিতে বিনিয়োগ করে প্রবৃদ্ধি ধরে রাখার চেষ্টা  

২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা হ্রাস পায় এবং বর্তমানে দেশটিতে ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ৩১০ মিলিয়নেরও বেশি। কর্মক্ষম জনগোষ্ঠী কমে যাওয়ায় সরকার ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে প্রযুক্তিনির্ভর নীতিগুলোকে আরও এগিয়ে নিচ্ছে।  

বেসরকারি চীনা কোম্পানি ডিপসিক চলতি বছরের জানুয়ারিতে তাদের সর্বশেষ এআই চ্যাটবট উন্মুক্ত করার পর থেকে স্থানীয় সরকারগুলো দ্রুত এই প্রযুক্তি তাদের বিভিন্ন সেবার সঙ্গে সংযুক্ত করতে শুরু করেছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে চীনের কোম্পানিগুলোর জন্য উন্নত এআই চিপ কেনার সুযোগ সীমিত হলেও, ডিপসিকের তুলনামূলক কম খরচের এআই মডেল পশ্চিমা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ভালো ফলাফল করেছে।  

গত মাসে প্রেসিডেন্ট শি জিনপিং প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বিরল এক বৈঠকে সরকারি সমর্থনের বিষয়টি তুলে ধরেন। তিনি প্রযুক্তি উদ্যোক্তাদের তাদের প্রতিভা প্রকাশের আহ্বান জানান এবং দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রযুক্তিনির্ভর নতুন উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন।  

উক্ত বৈঠকে ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং, পাশাপাশি টেনসেন্ট, হুয়াওয়ে ও শাওমির মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম