কানাডার নিষেধাজ্ঞা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৯:৪১ পিএম

ইরানের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কানাডার নতুন নিষেধাজ্ঞাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা জানিয়েছে তেহরান।
শুক্রবার ইরানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। অস্ত্র উৎপাদনের সঙ্গে জড়িত নেটওয়ার্কগুলোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তেহরানের সাত ব্যক্তি এবং কয়েকটি সংস্থাকে লক্ষ্য করে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অটোয়ার দাবি, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ায় অস্ত্র পাঠাচ্ছে ইরান।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অস্ত্র উৎপাদন ও বিক্রিতে সহায়তাকারী অত্যাধুনিক প্রযুক্তি সংগ্রহ ও সরবরাহের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত তিন ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
রোববার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অঞ্চলের মহাপরিচালক ইসা কামেলি বলেন, অটোয়ার এ পদক্ষেপ ‘বেআইনি ও অবৈধ’ যা ইরানি জনগণের মানবাধিকার লঙ্ঘন করে এবং কানাডা সরকারকে আন্তর্জাতিকভাবে জবাবদিহি করতে বাধ্য করে।
কামেলি বলেন, মানবাধিকারের নামে ইরানের বিরুদ্ধে কানাডার নতুন নিষেধাজ্ঞা আরোপ একটি রাজনৈতিক ও প্রতারণামূলক পদক্ষেপ যা জাতিসংঘ সনদ এবং দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক আইনের নীতির পরিপন্থি।