পাকিস্তানে ভ্রমণ পুনর্বিবেচনার পরামর্শ যুক্তরাষ্ট্রের, নিরাপত্তা ঝুঁকির সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১২:০৩ পিএম
-67cd2f2598e59.jpg)
পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দেশটিতে ভ্রমণের বিষয়ে নতুন সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৯ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, সন্ত্রাসবাদসহ নানা নিরাপত্তা ঝুঁকির কারণে দেশটিতে সফর না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সন্ত্রাসী হামলার আশঙ্কা
বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে এবং সেখানে হামলার পরিকল্পনা করছে। যেকোনো সময় ও কোনো আগাম সতর্কতা ছাড়াই হামলা হতে পারে। বিশেষ করে পরিবহন কেন্দ্র, শপিং মল, সামরিক স্থাপনা, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয় ও উপাসনালয়গুলো সন্ত্রাসীদের প্রধান লক্ষ্য হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের ওপর বিধিনিষেধ
পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পাকিস্তানে অবস্থানরত মার্কিন সরকারি কর্মকর্তাদের অধিকাংশ বড় জমায়েতে যোগ দেওয়া নিষিদ্ধ করা হয়েছে, কারণ এসব স্থানে নিরাপত্তা ঝুঁকি বেশি।
দ্রুত বদলে যেতে পারে পরিস্থিতি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, ইসলামাবাদের মতো বড় শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলক শক্তিশালী হলেও পাকিস্তানের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি অস্থির। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে এবং ভ্রমণকারীদের সর্বদা সতর্ক থাকতে হবে।
নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা
এই সতর্কবার্তা এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রে পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের জন্য নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা চলছে। সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসন পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে পর্যালোচনা করছে, যা কার্যকর হলে দেশ দুটির নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ কঠিন হয়ে পড়বে।
আফগান শরণার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত
এদিকে, মার্কিন পুনর্বাসন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমোদন পাওয়া বা ভিসার জন্য অপেক্ষমাণ প্রায় দুই লাখ আফগান এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ জানুয়ারির এক নির্বাহী আদেশের ফলে ৯০ দিনের জন্য শরণার্থী পুনর্বাসন কার্যক্রম ও সংশ্লিষ্ট বিদেশি সহায়তা স্থগিত করা হয়েছে। এতে পাকিস্তানে আটকে থাকা আফগান শরণার্থীসহ ৯০টি দেশের শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।