Logo
Logo
×

আন্তর্জাতিক

একনজরে আজকের বিশ্ব: ৮ মার্চ ২০২৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১০:৩২ পিএম

একনজরে আজকের বিশ্ব: ৮ মার্চ ২০২৫

বিশ্বের বিভিন্ন দেশে আজ (শনিবার) ঘটে যাওয়া ঘটনাগুলো চলুন একনজরে জেনে নেই: 

নারীর অধিকার হুমকির মুখে: জাতিসংঘ 

নারীদের অধিকার হুমকির মুখে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ জন্য আমাদের অবশ্যই লড়াই করতে হবে এবং এ ক্ষেত্রে বিশ্ব নীরব থাকতে পারে না বলে মনে করেন তিনি। শনিবার আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে জাতিসংঘের এক অনুষ্ঠানে গুতেরেস বলেন, নতুন হুমকির কারণে নারীদের প্রতি শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা বৈষম্য আরও তীব্র হচ্ছে।

গাজা পুনর্গঠন প্রস্তাবে ইউরোপের চার দেশের সমর্থন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত গাজা পরিকল্পনার বিরুদ্ধে আরব লীগের পাল্টা প্রস্তাবকে সমর্থন দিয়েছে ইউরোপের চার বড় দেশ। দেশগুলো হলো ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি ও জার্মানি। এই চার দেশ এই পরিকল্পনাকে ‘বাস্তবসম্মত’ বলে উল্লেখ করেছে। দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা শনিবার এক যৌথ বিবৃতিতে বলেছেন, তারা ৫৩ বিলিয়ন ডলার ব্যয়ে গাজা পুনর্গঠনের পরিকল্পনাকে সমর্থন করেন।

সাত দিন ধরে গাজায় ঢুকছে না কিছু

এবার বুলেটে নয়, চিকিৎসার অভাবে মরবে গাজার শিশুরা। কারণ চিকিৎসা সামগ্রী প্রবেশের অনুমতি নেই উপত্যকাটিতে। খাবার প্রবেশেও বর্বর ইসরাইলি সেনাদের বাধা। গত সাত দিন ধরে কোনো ধরনের ত্রাণ প্রবেশ করতে দেয়নি তারা। গাজায় দ্রুত চিকিৎসা সামগ্রী প্রবেশের অনুমতি না দিলে শিশুরা মারা যাবে বলে সতর্ক করেছেন ইউনিসেফের শিশু সংস্থার যোগাযোগ বিশেষজ্ঞ রোজালিয়া বোলেন।

আফগান নাগরিকদের পাকিস্তান ত্যাগের নির্দেশ

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আফগান সিটিজেন কার্ড (এএসি) ধারণকারী নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে, এএসি ধারীদের ৩১ মার্চ ২০২৫-এর মধ্যে পাকিস্তান ত্যাগ করতে হবে। অন্যথায়, ১ এপ্রিল ২০২৫ থেকে তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। 

ট্রাম্পের চিঠি পায়নি ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ইরানের নেতৃত্বের কাছে একটি চিঠি পাঠিয়েছেন দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য। তবে ইরান বলেছে, তারা এখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কোনো চিঠি পায়নি। শুক্রবার যুক্তরাষ্ট্রে ইরানের দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, আমরা এখনো এমন কোনো চিঠি পাইনি। ট্রাম্প ইরানকে চিঠি পাঠানোর দাবির একদিন পর ইরানের পক্ষ থেকে এই অবস্থান প্রকাশ করা হলো। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তর থেকে এখনো নিশ্চিত করা হয়নি যে, তারা কোনো চিঠি পেয়েছে কিনা। 

চিকিৎসকের লালসার শিকার ৩০০ নারী-কিশোরী

ফ্রান্সের এক সাবেক সার্জন প্রায় ৩০০ রোগীকে যৌন নির্যাতন করেছেন। এমনকি তার যৌন লালসা থেকে রেহাই মেলেনি নিজের ছেলের বান্ধবীরও। ৭৪ বছর বয়সি ওই চিকিৎসকের নাম জোয়েল লে স্কোয়ার্নেক। স্থানীয় সময় শুক্রবার থেকে এক ফরাসি আদালতে তার বিচার শুরু হয়েছে। শনিবার এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জোয়েল স্বীকার করেছেন, তার নির্যাতনের শিকার হওয়া বেশির ভাগ ভুক্তভোগীর বয়স ১৫ বছরের কম। 

ভারতে দলবদ্ধ ধর্ষণের শিকার ইসরাইলি নারী

ভারতের কর্নাটক রাজ্যের কোপ্পালে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক ইসরাইলি নারী পর্যটক। তার সঙ্গে ধর্ষণের শিকার হয়েছেন তাকে আশ্রয় দেওয়া বাড়ির মালিক আরেক নারী। বৃহস্পতিবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শনিবার এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ২৭ বছর বয়সি ইসরাইলি পর্যটক ও ২৯ বছর বয়সি স্থানীয় নারী তুঙ্গভদ্রা খালের পাশে বসে আকাশে তারা দেখছিলেন। এ সময় তিন পুরুষ এসে তাদের ধর্ষণ করেন। জানা গেছে, ওই বাড়ির মালিক ও তার চার অতিথি রাতের খাবারের পর খালের পাড়ে তারা দেখতে গিয়েছিলেন। এমন সময় তিন অভিযুক্ত একটি মোটরসাইকেলে করে সেখানে আসেন। প্রথমে তারা পেট্রোল কোথায় পাওয়া যাবে জানতে চান এবং পরে ইসরাইলি নারীর কাছে ১০০ রুপি দাবি করেন। ইসরাইলি পর্যটক টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তদের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। এরপর অভিযুক্তরা ভ্রমণকারীদের ওপর হামলা চালায় এবং তাদের সঙ্গে থাকা তিন পুরুষ পর্যটককে ধাক্কা দিয়ে খালে ফেলে দেন। পরে তারা দুই নারীকে ধর্ষণ করে মোটরসাইকেলে পালিয়ে যান। ধর্ষণের শিকার হওয়া নারীদের সঙ্গে থাকা তিনজন পর্যটকের একজন ড্যানিয়েল যুক্তরাষ্ট্রের নাগরিক, বাকি দুজন যথাক্রমে মহারাষ্ট্র ও ওডিশার বাসিন্দা। তারা খালে পড়ে গেলেও গুরুতর আহত হননি।

১৫ বছর পর প্রথম ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড 

যুক্তরাষ্ট্রে সাবেক  বান্ধবীর বাবা-মা হত্যায় দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ফায়ারিং স্কোয়াডে  মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দক্ষিণ ক্যারোলিনা সংশোধন বিভাগের তথ্য অনুসারে, ২০১০ সালের পর যুক্তরাষ্ট্রে এটিই প্রথম এ ধরনের মৃত্যুদণ্ড। এর আগেও তিনবার ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল দেশটি। রাষ্ট্র অনুমোদিত মৃত্যুদণ্ড কার্যকর করার দুটি পদ্ধতি প্রাণঘাতী ইনজেকশন বা বৈদ্যুতিক চেয়ারের পরিবর্তে ৬৭ বছর বয়সি ব্র্যাড সিগমন ফায়ারিং স্কোয়াডকে বেছে নেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৮ মিনিটে একজন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এএফপি জানিয়েছে, ২০০১ সালে প্রাক্তন বান্ধবীর বাবা-মায়ের হত্যাকাণ্ডের জন্য সিগমনকে দোষী সাব্যস্ত করা হয়। সিগমনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় দক্ষিণ ক্যারোলিনার কলম্বিয়ার ব্রড রিভার কারেকশনাল ইনস্টিটিউশনে, যেখানে রাজ্যের সব মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রত্যক্ষদর্শী জেফ্রি কলিন্স এক সংবাদ সম্মেলনে বলেন, সিগমনকে একটি কালো জাম্পস্যুট পরানো হয় এবং একটি চেয়ারে সম্পূর্ণভাবে বাঁধা অবস্থায় রাখা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম