Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার ভয়ে যুদ্ধের প্রস্তুতি পোল্যান্ড-বেলজিয়ামের 

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৮:৪৯ পিএম

রাশিয়ার ভয়ে যুদ্ধের প্রস্তুতি পোল্যান্ড-বেলজিয়ামের 

রাশিয়ার ভয়ে এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দেশটির ঘরের কাছের ইউক্রেনের মিত্র দেশ পোল্যান্ড-বেলজিয়ামও। ইতোমধ্যেই পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষকে ব্যাপক পরিসরে সামরিক প্রশিক্ষণের আওতায় আনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। অন্যদিকে এ বিষয়ে সরব বেলজিয়ামের মন্ত্রীরাও। 

ভবিষ্যতে সম্ভাব্য সংকট এবং যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় মেডিকেল শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে আহ্বান জানাচ্ছে দেশটির সরকার। বিবিসি, এপি। 

শুক্রবার পোলিশ পার্লামেন্টে দেওয়া এক ভাষণে টাস্ক বলেছেন, তার দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষকে ব্যাপক পরিসরে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এই পরিকল্পনার বিস্তারিত তথ্য আগামী কয়েক মাসের মধ্যে প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি। 

টাস্ক আরও বলেছেন, ‘আমরা এই বছরের শেষ নাগাদ এমন একটি মডেল তৈরি করতে চাই যাতে পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষ যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে এবং আমাদের রিজার্ভ বাহিনী সম্ভাব্য হুমকির মোকাবিলায় যথেষ্ট সক্ষম হয়।’ 

এছাড়া টাস্ক বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনীর ৮ লাখ সেনা আছে। রাশিয়ার আছে ১৩ লাখ। তুলনামূলকভাবে পোল্যান্ডের সামরিক বাহিনীর বর্তমান সদস্য সংখ্যা ২ লাখ। টাস্ক রিজার্ভ সেনাসহ পোলিশ সেনাবাহিনীর আকার বাড়াতে চান। এরই মধ্যে এই সংখ্যা ৫ লাখে উন্নীত করার পরিকল্পনাও করছেন তিনি। 

রিজার্ভ সেনাদের পাশাপাশি যারা কখনো পুরোপুরিভাবে সেনাবাহিনীতে যায়নি এবং যুদ্ধের সময় দক্ষ সেনা ছিল না তাদেরও নিবিড় প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে পোল্যান্ড। 

টাস্ক জানিয়েছেন, পোল্যান্ড বর্তমানে জিডিপির ৪ দশমিক ৭ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার পরিকল্পনা করছে। যা ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। এই ব্যয় বাড়িয়ে পাঁচ শতাংশে নিয়ে যেতে হবে বলেও জানান তিনি। পোল্যান্ডের সামরিক প্রস্তুতি ও প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির এই পদক্ষেপ রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির পরিপ্রেক্ষিতে দেশটির নিরাপত্তাব্যবস্থা জোরদার করারই প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে মেডিকেল শিক্ষার্থীদের যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয়গুলোর ডিনদের কাছে চিঠি পাঠিয়েছে দেশটির প্রতিরক্ষা এবং জনস্বাস্থ্য মন্ত্রণালয়। চিঠিতে মেডিকেল শিক্ষার্থীদের সম্ভাব্য সামরিক বা বেসামরিক সংকট পরিস্থিতির জন্য আরও ভালোভাবে প্রস্তুত করার জন্য অনুরোধ করা হয়। 

কর্তৃপক্ষের মতে, প্রতিরক্ষা চিকিৎসা পরিষেবা, জনস্বাস্থ্য মন্ত্রণালয়, জাতীয় সংকট কেন্দ্র এবং খাদ্য শৃঙ্খল নিরাপত্তা ও সম্মিলিত দক্ষতা ভবিষ্যতের জন্য ডাক্তারদের আরও ভালোভাবে প্রস্তুত করার সুযোগ প্রদান করবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম