৩১ মার্চের মধ্যে পাকিস্তান ত্যাগ করতে আফগান নাগরিকদের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৮:২৬ পিএম
-67cc53894d343.jpg)
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আফগান সিটিজেন কার্ড (এএসি) ধারণকারী নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে।
মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে, এএসি ধারীদের ৩১ মার্চ ২০২৫-এর মধ্যে পাকিস্তান ত্যাগ করতে হবে। অন্যথায়, ১ এপ্রিল ২০২৫ থেকে তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
শনিবার (৮ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য নেশন।
এর মাধ্যমে পাকিস্তান তাদের চলমান অবৈধ বিদেশি প্রত্যাবাসন কর্মসূচির আওতায় আরও একটি পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যেই ২০২৩ সালের নভেম্বরে এই কর্মসূচি চালু হওয়ার পর, পাকিস্তান বহু আফগান নাগরিককে তাদের দেশে ফেরত পাঠিয়েছে।
এর আগে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, পাকিস্তান সব আফগান নাগরিককে দেশ থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করছে, তবে এবারই প্রথম অভ্যন্তরীণ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় এক সরকারি বিবৃতিতে জানিয়েছে, অবৈধ বিদেশি প্রত্যাবাসন কর্মসূচি (আইএফআরপি) ১ নভেম্বর, ২০২৩ থেকে কার্যকর করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এখন আফগান সিটিজেন কার্ড ধারণকারীদেরও প্রত্যাবাসন করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সকল অবৈধ বিদেশি এবং এএসি ধারীদের জানানো যাচ্ছে যে, তারা ৩১ মার্চ ২০২৫-এর আগে স্বেচ্ছায় পাকিস্তান ত্যাগ করতে পারবেন; এর পর ১ এপ্রিল ২০২৫ থেকে তাদের প্রত্যাবাসন শুরু হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইতোমধ্যেই তাদের সম্মানজনক প্রত্যাবর্তনের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে এবং প্রত্যাবাসনের সময় কারও সঙ্গে কোনো খারাপ আচরণ করা হবে না। ফিরে আসা নাগরিকদের জন্য খাবার এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়েছে।
পাকিস্তান তার দায়িত্বপালনকারী একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সকল আফগান নাগরিকদের পাকিস্তানের সংবিধান মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এ পর্যন্ত ৮ লাখেরও বেশি আফগান নাগরিক পাকিস্তান থেকে ফিরে গেছেন, যখন থেকে পাকিস্তান নভেম্বর ২০২৩ সালে এই অভিযান শুরু করে। তবে এখনো পাকিস্তানে আনুমানিক ৩০ লাখ আফগান নাগরিক অবস্থান করছেন।