Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৪:৩৬ পিএম

রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা

ইউক্রেনে রাতভর হামলার জবাব হিসেবে এবার রাশিয়ায় ড্রোন হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ অঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো।

তিনি জানান, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ড্রোন ভূপাতিত করেছে। যার মধ্যে একটি কিনেফ তেল শোধনাগারের (সার্গুতনেফতেগাজ কোম্পানির একটি শাখা) ওপর পড়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গভর্নর দ্রোজদেঙ্কো জানান, ড্রোনের ধ্বংসাবশেষ শোধনাগারের একটি ট্যাংকের বাইরের অংশকে ক্ষতিগ্রস্ত করেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। কোনো হতাহত বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। 

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি পৃথক বিবৃতিতে দাবি করেছে, তাদের বাহিনী সারা রাতজুড়ে ইউক্রেনের ৩১টি ড্রোন ভূপাতিত করেছে। তবে এগুলোর কারণে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এখনো পর্যন্ত ইউক্রেন এই হামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। পাশাপাশি চলমান যুদ্ধের কারণে স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করা কঠিন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের। 

ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম