Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের সামনেই বিতর্কে জড়ালেন রুবিও-মাস্ক, নেপথ্যে কী?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০২:৪৯ পিএম

ট্রাম্পের সামনেই বিতর্কে জড়ালেন রুবিও-মাস্ক, নেপথ্যে কী?

ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই বিতর্কে জড়িয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বিভাগের প্রধান ইলন মাস্ক। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে কর্মী ছাঁটাই নিয়ে দুজন দ্বন্দ্বে জড়ান।

বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ও রুবিও যখন বিতর্কে জড়ান মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা তখন পর্যবেক্ষকের ভূমিকায় ছিলেন। তারা মাস্ক ও রুবিওর বিতর্কে যোগ দেননি। মাস্ক ও রুবিও’র এ দ্বন্দ্বের প্রথম খবর প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস।

সূত্রের বরাতে এবিসি নিউজ জানায়, মাস্ক রুবিওর প্রতি অভিযোগ জানান, তার বিভাগের কাউকে ছাঁটাই করেননি। এর জবাবে রুবিও বলেন, এই অভিযোগ সত্যি নয়। তিনি বলেন, এই বিভাগের হাজারের বেশি কর্মী আগাম অবসরে (বেতনসহ) গেছেন।

এ সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ট্রাম্প এবং রুবিওকে বলেন, সে (মাস্ক) ভালো কাজ করছে। এর আগে বৈঠকের আগে ট্রাম্প মন্ত্রিসভায় বলেন যে তারা তাদের সংস্থাগুলোর প্রধান, ইলন মাস্ক নন।

মাস্ক ও রুবিওর দ্বন্দ্বের বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর কোনো মন্তব্য করেনি। অভিযোগ উঠেছে, আমেরিকার ফেডারেল আমলাতন্ত্রের বৃহৎ অংশকে মাস্ক অপসারণ করতে চাইলেও রুবিও তা চাইছেন না। ক্ষমতায় আসার পরই কর্মী ছাঁটাইয়ের ভার মাস্কের হাতে তুলে দেন ট্রাম্প।

তবে ট্রাম্প এ দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন। এ নিয়ে প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের বলেন, ‘কোনো দ্বন্দ্ব হয়নি। রুবিও ও মাস্কের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। তারা দুজনই দুর্দান্ত কাজ করছেন।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম