Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনে রাতভর রুশ হামলা, নিহত ১৪

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০২:৪১ পিএম

ইউক্রেনে রাতভর রুশ হামলা, নিহত ১৪

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাতভর রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩৭ জন।  খবর রয়টার্সের। 

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (৮ মার্চ) জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শহর ডোব্রোপিলিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ১১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।  আর পৃথক ড্রোন হামলায় উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ অঞ্চলে আরও তিনজন বেসামরিক নাগরিক নিহত ও ৭ জন আহত হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, রুশ বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, একাধিক রকেট এবং ড্রোন দিয়ে ডোব্রোপিলিয়ায় আক্রমণ করেছে। আটটি বহুতল ভবন এবং ৩০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে মন্ত্রণালয় বলছে, আগুন নেভানোর সময় দখলদাররা আবারো হামলা চালায়, যার ফলে দমকলের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। 

আগুনে পুড়ে যাওয়া আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত ভবন এবং উদ্ধারকারীদের ভবন থেকে ধ্বংসস্তূপ সরানোর ছবি প্রকাশ করেছে মন্ত্রণালয়। 

ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়া রাতারাতি দুটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি ইস্কান্দার-কে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ১৪৫টি ড্রোন দিয়ে ইউক্রেনে আক্রমণ করেছে।

তবে বিমান বাহিনী একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৭৯টি ড্রোন ভূপাতিত করেছে।  এছাড়া ইলেকট্রনিক পাল্টা ব্যবস্থার কারণে আরও ৫৪টি ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি বলেও জানিয়েছে সেনাবাহিনী। 

যুদ্ধের আগে প্রায় ২৮ হাজার মানুষের বাসস্থান ডোব্রোপিলিয়া, পূর্ব ইউক্রেনের দোনেটস্ক অঞ্চলে অবস্থিত্ এটি পোকরোভস্কের মূল কেন্দ্রের উত্তরে সম্মুখ সারির ২২ কিলোমিটার (১৩.৬৭ মাইল) দূরে। রুশ সেনারা গত কয়েক সপ্তাহ ধরে অঞ্চলটিতে হামলা চালিয়ে আসছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম