Logo
Logo
×

আন্তর্জাতিক

আন্তর্জাতিক নারী দিবসে সরকারি ছুটি চাইলেন পাকিস্তানের নারীরা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০২:০৯ পিএম

আন্তর্জাতিক নারী দিবসে সরকারি ছুটি চাইলেন পাকিস্তানের নারীরা

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে পাকিস্তানে জাতীয় ছুটি হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির নারীরা।

শুক্রবার দেশটির সমাজকর্মীরা মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার এবং পরিবেশগত সমস্যা সমাধানের লক্ষ্যে একাধিক জরুরি দাবি তুলে সংবাদ সম্মেলন করেন। সেখানেই এ দাবি জানান তারা।  

সংবাদ সম্মেলনে ফারজানা বারী, হুদা বুরঘারী, নিশাত মরিয়ম, জয়নব জামিল এবং জিয়া জাগ্গিসহ সমাজকর্মীরা উপস্থিত ছিলেন বলে ডনের খবরে বলা হয়েছে।  

সংবাদ সম্মেলনে পাকিস্তানের নারীরা লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এছাড়া সব ধরনের পুরুষতান্ত্রিক হিংসার বিরুদ্ধে শূন্য-সহনশীলতার নীতি এবং বাল্যবিবাহের বিলোপের দাবি তুলেছেন।

নারী অধিকার কর্মীরা হিংসার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং হিজড়া অধিকার সুরক্ষা আইনের পূর্ণ বাস্তবায়নের দাবিও জানিয়েছেন। তারা ধর্মীয় সংখ্যালঘুদের সম-অধিকার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেছেন, বিশেষ করে তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ-সুবিধা  প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। 

নারী দিবসের আয়োজকরা ধর্ম অবমাননার আইনের অপব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এর অপব্যবহার রোধ করার জন্য তাৎক্ষণিক সংশোধনের আহ্বান জানিয়েছেন। তারা খ্রিস্টান, হিন্দু, শিয়া এবং আহমদিয়া সম্প্রদায়ের উপর নির্যাতনের নিন্দা জানিয়ে তাদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার রক্ষার দাবি জানিয়েছেন। 

একইসঙ্গে পাকিস্তানের এই নারী ব্রিগেড আফগান শরণার্থীদের জোরপূর্বক নির্বাসনের তীব্র নিন্দা জানিয়ে সতর্ক করেছেন যে এই ধরনের কর্মকাণ্ড গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দিকে পরিচালিত করবে। 

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম