Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১২:২৬ এএম

ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির

বর্বর ও দখলদার ইসরাইলের কঠোর বিধিনিষেধের মধ্যেও পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে রমজানের প্রথম জুমআ আদায় করেছেন প্রায় ৯০,০০০ ফিলিস্তিনি।

শুক্রবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে এ তথ্য জানান জেরুজালেমে ইসলামিক ওয়াক্‌ফের মহাপরিচালক শেখ আজম আল-খতিব। তিনি বলেন, ‘আজ প্রায় ৯০,০০০ মুসল্লি আল-আকসায় জুমার নামাজ আদায় করেছেন’। 

ইসরাইলি পুলিশ এদিন মসজিদ প্রাঙ্গণ ও পুরাতন জেরুজালেম নগরজুড়ে ব্যাপক উপস্থিতি বজায় রাখে এবং ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে কড়া বিধিনিষেধ আরোপ করে। 

এর আগে, বৃহস্পতিবার ইসরাইলি পুলিশ ঘোষণা করে যে, পূর্ব জেরুজালেমজুড়ে ৩,০০০ অফিসার মোতায়েন থাকবে।

এছাড়াও দখলকৃত পশ্চিম তীর থেকে জেরুজালেমে প্রবেশের ক্ষেত্রে ফিলিস্তিনিদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি সেনারা হাজারো ফিলিস্তিনিকে সামরিক চেকপয়েন্ট অতিক্রম করে আল-আকসায় যেতে বাধা দেয়।

বৃহস্পতিবার ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘোষণা করে যে, কেবল ৫৫ বছরের বেশি বয়সি পুরুষ, ৫০ বছরের বেশি বয়সি নারী এবং ১২ বছরের কম বয়সি শিশুদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে। পাশাপাশি মুসল্লিদের আগে থেকে নিরাপত্তা অনুমোদন নিতে হবে এবং নির্দিষ্ট চেকপয়েন্টে কঠোর তল্লাশির সম্মুখীন হতে হবে।

তবে এসব বিধিনিষেধ সত্ত্বেও জেরুজালেমের স্থানীয় ফিলিস্তিনিরা ও ইসরাইলি ভূখন্ডে বসবাসকারী আরব শহরগুলোর বাসিন্দারা মসজিদুল আকসায় উপস্থিত হন। এ সময় আল-আকসার রক্ষীরা, স্কাউট ও স্বেচ্ছাসেবী দল মুসল্লিদের সহায়তা করেন।

জুমআর খুতবায় শায়খ মুহাম্মদ সালিম মুহাম্মদ আলী ইসরাইলি বাধা উপেক্ষা করে আল-আকসায় উপস্থিত হওয়ার জন্য মুসল্লিদের ভূয়সী প্রশংসা করেন এবং মসজিদ রক্ষায় আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

নামাজ শেষে মুসল্লিরা গাজা ও দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের জন্য গায়েবানা জানাজা আদায় করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার ওপর যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি বাহিনী পশ্চিম তীর থেকে পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের প্রবেশ কঠোরভাবে সীমাবদ্ধ করেছে।

ফিলিস্তিনিরা মনে করেন, এই নিষেধাজ্ঞাগুলো ইসরাইলের পূর্ব জেরুজালেম ও আল-আকসা মসজিদের ইসলামি ও আরব পরিচয় মুছে ফেলার বৃহত্তর অপপ্রচেষ্টার অংশ।

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম