Logo
Logo
×

আন্তর্জাতিক

‘ইরানের পরমাণু কর্মসূচিতে নাক গলানোর অধিকার নেই ইসরাইলের’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৬:৫৪ পিএম

‘ইরানের পরমাণু কর্মসূচিতে নাক গলানোর অধিকার নেই ইসরাইলের’

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে মন্তব্য করার অধিকার ইসরাইলের নেই।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের। 

এতে বলা হয়েছে, এদিন বিবিসি পার্সিয়ান-এর এক সাংবাদিক ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সন্দেহ প্রকাশ করলে উলিয়ানভ জোরালো ও স্পষ্টভাবে এর জবাব দেন।

তিনি ইরানকে রাশিয়ার গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও মিত্র হিসেবে উল্লেখ করে বলেন, ‘ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ৯০ শতাংশ পর্যন্ত হলেও তা পুরোপুরি শান্তিপূর্ণ’।

মিখাইল উলিয়ানভ আরও বলেন, ‘তবে ইসরাইলের এ বিষয়ে মন্তব্য করার বা হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই’।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম