Logo
Logo
×

আন্তর্জাতিক

ন্যাটোর সদস্যপদ নয়, ইউক্রেন ইস্যুতে ইতালির ‘নতুন প্রস্তাব’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৫:০৫ পিএম

ন্যাটোর সদস্যপদ নয়, ইউক্রেন ইস্যুতে ইতালির ‘নতুন প্রস্তাব’

ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিয়েই ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় আনা যেতে পারে বলে নতুন এক প্রস্তাব দিয়েছে ইতালি।

বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের এক বৈঠকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ প্রস্তাব দেন। 

তিনি এ সময় ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার জন্য আরও ‘স্থিতিশীল সমাধান’ খুঁজে বের করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। যা কেবল ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর চেয়েও বেশি কার্যকর হবে।

মেলোনির প্রস্তাব অনুযায়ী, ন্যাটোর অনুচ্ছেদ ৫—এর সম্মিলিত প্রতিরক্ষা নীতি ইউক্রেনের জন্য কার্যকর করা হলে তা আরও ফলপ্রসূ হতে পারে।

ইতালীয় প্রধানমন্ত্রীর ভাষায়, ‘এটি সরাসরি ন্যাটোর সদস্যপদ নয়, তবে এটি ইউক্রেনকে সেই একই নিরাপত্তা ছাতার আওতায় আনবে, যা ন্যাটোর সদস্য দেশগুলোর জন্য বিদ্যমান’। 

তিনি বলেন, ‘এটি ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদি, বাস্তব নিরাপত্তার নিশ্চয়তা দেবে এবং বর্তমানে আলোচনায় থাকা কিছু প্রস্তাবের চেয়ে অনেক বেশি কার্যকর হবে’।

মেলোনির এই প্রস্তাবটি এমন এক সময়ে এলো, যখন ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রতি তাদের সমর্থন জোরদার করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে এমন সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দ্রুত যুদ্ধের অবসানের আহ্বান জানাচ্ছে।

গত মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইউক্রেনের ন্যাটো সদস্যপদকে নাকচ করেছেন। যা ট্রাম্পও অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন।

এমন প্রেক্ষাপটে মেলোনি বিকল্প নিরাপত্তা ব্যবস্থাগুলোর বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। যেমন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন বা অতিরিক্ত সামরিক বাহিনী পাঠানো।

তিনি বলেন, ‘জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ভিন্ন বিষয়। কারণ এ ধরনের মিশন তখনই পরিচালিত হয়, যখন শান্তি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে’।

মেলোনি এবারই প্রথম প্রকাশ্যে ইউক্রেনের জন্য ন্যাটোর নিরাপত্তা ব্যবস্থা প্রসারণের পক্ষে কথা বললেন। তবে তিনি স্বীকার করেছেন যে, তার এই পরিকল্পনাটি বিশেষকরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।

ইতালীয় নেতার মতে, ‘এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত হয়নি। তবে আমি আমাদের অংশীদারদের মধ্যে এই ধারণার প্রতি যথেষ্ট আগ্রহ লক্ষ্য করছি। 

যদিও আলোচনার ফলে তার প্রস্তাবটি কার্যকর হবে কি না, তা এখনো অনিশ্চিত।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে ওয়াশিংটনে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ইউক্রেন সদস্যপদ পাওয়ার আশা করেছিল। কিন্তু তাতে বাধা আসে। 

এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যদি সদস্যপদ নিশ্চিত না হয়, তবে অন্তত ন্যাটোর একটি স্থায়ী উপস্থিতি ইউক্রেনে থাকা উচিত। এমনকি রাশিয়ার সামরিক শক্তির মোকাবিলায় ন্যাটোর সেনা মোতায়েনেরও প্রস্তাব দিয়েছেন তিনি।

ন্যাটোর অনুচ্ছেদ ৫ অনুযায়ী, কোনো সদস্য দেশের ওপর হামলা হলে সেটি পুরো জোটের ওপর হামলা হিসেবে গণ্য হবে। ফলে মেলোনির প্রস্তাব ইউক্রেনের নিরাপত্তা ভবিষ্যৎ নিয়ে আলোচনায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিয়েছে। সূত্র: আনাদোলু

ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম