Logo
Logo
×

আন্তর্জাতিক

পশ্চিম তীরে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অভিযান চালাচ্ছে ইসরাইল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৩:৫৬ পিএম

পশ্চিম তীরে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অভিযান চালাচ্ছে ইসরাইল

অধিকৃত পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলো ধ্বংসের মধ্যদিয়ে ইসরাইল যে অভিযান চালাচ্ছে, তা ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে বড় বাস্তুচ্যুতির কারণ হয়েছে বলে জানিয়েছেন UNRWA-এর কমিশনার জেনারেল।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থান সংস্থাটির (UNRWA) কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি শুক্রবার এ কথা বলেন। 

ইরানি বার্তা সংস্থা মেহেরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লাজারানির ভাষায়, ‘পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে চালানো পরিকল্পিত ও ব্যাপক ধ্বংসযজ্ঞ অভূতপূর্ব প্রভাব ফেলছে। এতে জেনিন, তুলকারেম এবং নূর শামস শরণার্থী শিবিরগুলোর বেশিরভাগ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে এবং বেসামরিক অবকাঠামোগুলো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে, যার মধ্যে ঘরবাড়িও রয়েছে’।

ফিলিপ লাজারিনি আরও বলেন, ‘সেখানকার মানুষ এখন এমন পরিস্থিতির মুখোমুখি যে, তারা আর ফিরে যাওয়ার কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। এই অভিযান দ্বিতীয় ইন্তিফাদার পর সবচেয়ে দীর্ঘস্থায়ী ও বিধ্বংসী। যার ফলে ১৯৬৭ সালের যুদ্ধের পর পশ্চিম তীরে সবচেয়ে বড় ফিলিস্তিনি বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে’।

UNRWA কমিশনার জেনারেলের মতে, পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর এই ভয়াবহ অভিযানে প্রায় ৪০,০০০ মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। 

এদিকে পশ্চিম তীরে চলমান পরিস্থিতি ‘গভীর উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছে জাতিসংঘ। শুক্রবার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতির অবনতি সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘বিশেষ করে পশ্চিম তীরের উত্তরাঞ্চলে আমাদের মানবিক সহকর্মীরা সতর্ক করছেন যে— পরিস্থিতি গভীরভাবে উদ্বেগজনক। 

অংশীদাররা আমাদের বলছেন, ইসরাইলি নিরাপত্তা বাহিনীর অব্যাহত অভিযানের কারণে তারা যা দেখছেন তা হলো— বাস্তুচ্যুতি থেকে শুরু করে ভেঙে পড়া বাড়িঘর এবং ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পর্যন্ত দুর্দশা। 

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম