পশ্চিম তীরের পরিস্থিতি ‘গভীর উদ্বেগজনক’: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৩:০৮ পিএম

ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে চলমান পরিস্থিতি ‘গভীর উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছে জাতিসংঘ। শুক্রবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতির অবনতি সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
সাংবাদিকদের তিনি বলেন, ‘বিশেষ করে পশ্চিম তীরের উত্তরাঞ্চলে আমাদের মানবিক সহকর্মীরা সতর্ক করছেন যে— পরিস্থিতি গভীরভাবে উদ্বেগজনক।
অংশীদাররা আমাদের বলছেন, ইসরাইলি নিরাপত্তা বাহিনীর অব্যাহত অভিযানের কারণে তারা যা দেখছেন তা হলো— বাস্তুচ্যুতি থেকে শুরু করে ভেঙে পড়া বাড়িঘর এবং ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পর্যন্ত দুর্দশা।
তিনি আরও বলেন, সর্বদা আন্তর্জাতিক আইনকে সম্মান করতে হবে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার কথাই জাতিসংঘ জোর দিয়ে বলে।
গাজা উপত্যকা সম্পর্কে ডুজারিক বলেন, জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলছে— দেরি না করে সাহায্য প্রবাহ পুনরায় শুরু না হলে সেখানে ‘ইতোমধ্যেই বিদ্যমান বিপর্যয়কর’ পরিস্থিতির অবনতি হওয়ার ঝুঁকি রয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীর জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। সেখানে ইসরাইলি সেনাবাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় কমপক্ষে ৯৩০ জন ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় ৭ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।