
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ পিএম
আজারবাইজানের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৯:৩৬ এএম

ছবি: সংগৃহীত
আজারবাইজান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতার জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপনের জন্য ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছে তেল আবিব। ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।
ইসরাইলি নেসেটে শাস পার্টির এমকে সাইমন মোশিয়াশভিলির উত্থাপিত একটি প্রস্তাবের প্রতিক্রিয়ায় এই বিবৃতি দিয়েছে নেতানিয়াহুর কার্যালয়।
‘ইসরাইল ও আজারবাইজানের মধ্যে কৌশলগত জোটের উন্নয়ন’ বিষয়ক আলোচনায় প্রধানমন্ত্রীর দপ্তর জোর দিয়ে বলেছে, ‘ককেশাস অঞ্চলে আজারবাইজান ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র। দুটি দেশের মধ্যে নিরাপত্তা, বাণিজ্য, প্রযুক্তি এবং জ্বালানি খাতের সম্পর্ক রয়েছে। ’
ইসরাইল সরকারের পক্ষে জাতীয় মিশন মন্ত্রী ওরিট স্ট্রক স্পষ্ট করে বলেন, ইসরাইল ও আজারবাইজানের মধ্যে সম্পর্ক পারস্পরিক স্বার্থ এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্বের ওপর ভিত্তি করে একটি অনন্য অংশীদারিত্বের ওপর নির্মিত।
স্ট্রাকের মতে, ইসরাইল আজারবাইজান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা জোরদার করে যাবে এবং এক দুর্বল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে।