Logo
Logo
×

আন্তর্জাতিক

পুতিনকে হাতি উপহার দিলেন মিয়ানমারের জান্তাপ্রধান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০২:৫৩ পিএম

পুতিনকে হাতি উপহার দিলেন মিয়ানমারের জান্তাপ্রধান

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং। ছবি: সংগৃৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছয়টি হাতি উপহার দিয়েছেন মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

পুতিন মিয়ানমারকে মিত্র হিসেবে উল্লেখ করে এই উপহারের জন্য ধন্যবাদ জানান। সেই সঙ্গে জান্তাপ্রধানের সঙ্গে রাশিয়ার আলোচনায় সম্পর্ক সম্প্রসারণে ঐক্যমত্যের প্রশংসা করেন। 

এর আগে মঙ্গলবার (৪ মার্চ) রাশিয়ার মস্কোতে মিন অং হ্লাইং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হয়। সে সময় দুই নেতা গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইংকে পুতিন বলেন, এ বছর আমরা দুদেশের  মধ্যে বন্ধুত্বের ভিত্তির উপর ঘোষণাপত্র স্বাক্ষরের ২৫তম বার্ষিকী উদযাপন করছি। আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক প্রকৃতপক্ষে ক্রমশ বিকশিত হচ্ছে। গত বছর দ্বিপাক্ষিক বাণিজ্য ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

এদিকে সামরিক বিশ্লেষকরা এই উপহারকে ‘হাতি কূটনীতির’ অংশ বলে অভিহিত করেছেন। কারণ, কিছু দিন আগে রাশিয়ার কাছ থেকে মিয়ানমার ছয়টি যুদ্ধবিমান কিনে। মস্কো সেসব সহজ শর্তে মিয়ানমারে সরবরাহের পর পুতিনের জন্য উপহার গেল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম