বিদ্যুৎ বাঁচাতে এক বছর কাপড় ইস্ত্রি না করার ঘোষণা মন্ত্রীর

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০২:৫১ পিএম

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এক বছর ধরে নিজের জামাকাপড় ইস্ত্রি না করার কথা ঘোষণা দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের অপ্রচলিত শক্তি মন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমার। তার এ ঘোষণায় রাজ্যজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয় এবং দূষণ রোধে এর আগেও একাধিবার বিতর্কিত মন্তব্য করেছেন প্রদ্যুম্ন সিং। তবে এবার ঘোষণা দিয়েছেন, এক বছর ধরে ইস্ত্রি না করেই পোশাক পরবেন তিনি।
মন্ত্রী বলেন, এর ফলে প্রতিদিন আধা ইউনিট বিদ্যুৎ সাশ্রয় হবে। শুধু এখানেই থেমে না থেকে, আরও একধাপ এগিয়ে মন্ত্রী বলেছেন, নিজের মেয়ের বিয়ের দিনও তিনি ইস্ত্রি না করেই পোশাক পরবেন।
আগামী প্রজন্মকে যেন বিদ্যুৎ সংকটের মুখোমুখি হতে না হয় তাই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
কারণ ব্যাখ্যা করে মধ্যপ্রদেশের এই মন্ত্রী বলেন, ‘আমাদের সবার বিদ্যুৎ সাশ্রয় করা উচিত। যতটা প্রয়োজন ততটাই খাও। আমাদের সবারই ছোট-ছোট উদ্যোগ নেওয়া উচিত। বিদ্যুতের সঙ্গে দূষণ জড়িত। আমি এক বছর ধরে এই উদ্যোগ নিয়েছি। আমরা সকলেই দূষণ রোধ করার জন্য সমান প্রচেষ্টা চালাচ্ছি।’
তিনি বলেন, ‘আমাদের শহরের দূষণের কারণে আমি এখনও ইস্ত্রি ছাড়া পোশাক পরে আছি...। আমার কাজ হল এই বার্তা দেওয়া যে আমাদের সকলকে একসঙ্গে কাজ করা উচিত।’
মন্ত্রীর দাবি, একটি পোশাক ইস্ত্রি করতে গেলে আধা ইউনিট বিদ্যুৎ খরচ হয়। এই বিদ্যুৎ তৈরির জন্য যে দূষণ হয় তা পুরো বছরে বহুগুণ বেড়ে যায়।
তার যুক্তি, যদি সবাই মিলে একসঙ্গে এভাবে কাজ করা যায় তাহলে এটি চারটি গাছের সমান হবে। এরপরেই মন্ত্রী বলেন, ‘আমি এক বছর ধরে ইস্ত্রি ছাড়াই পোশাক পরব।’
এদিকে, মন্ত্রীর এই বক্তব্য সামনে আসতেই বিরোধী মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। এ নিয়ে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। তারা মন্ত্রীর এই ঘোষণাকে নাটক বলে কটাক্ষ করেছেন।
কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি আরপি সিং বলেন, যে মন্ত্রী সবসময় শিরোনামে থাকার জন্য নাটক করেন। এখন এই নাটকটি ওয়েব সিরিজের পরবর্তী অংশ। মন্ত্রী যদি বিদ্যুৎ সাশ্রয় নিয়ে এতই চিন্তিত হন, তাহলে তার উচিত বায়ুদূষণের জন্য দায়ি ১০টি গাড়ি ছেড়ে দিয়ে সাইকেল চালানো শুরু করা।
হিন্দুস্তান টাইমস