
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ এএম
বিরোধী জোটে ফজলুর রহমানকে চায় পিটিআই, ইমরান খানের নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০১:৩০ পিএম

আরও পড়ুন
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান জমিয়তে উলামায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান সম্পর্কে কিছু নির্দেশনা দিয়েছেন, যা তার কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন পিটিআই মহাসচিব ব্যারিস্টার সালমান আকরাম রাজা। মূলত এর মাধ্যমে মনে করা হচ্ছে, সরকারবিরােধী আন্দোলনে ফজলুর রহমানকে পাশে চায় পিটিআই।
মঙ্গলবার আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দ্য নিউজ-এর বরাতে সালমান রাজা বলেন, বিরোধী জোট নিয়ে আলোচনা হয়েছে, তবে তিনি সবকিছু প্রকাশ করতে চান না।
তিনি জোর দিয়ে বলেন, পিটিআই ফজলুর রহমানকে সম্মান করে এবং চায় তিনি জোটে যোগ দিন।
ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গুজবের প্রতিবাদ
সালমান রাজা আরও বলেন, ইমরান খানের স্বাস্থ্যের অবস্থা নিয়ে অনেক ভুয়া খবর ছড়ানো হয়েছে, তবে সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষা অনুযায়ী তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
তিনি দাবি করেন, রমজানে ইমরান খানকে সেহরি থেকে বঞ্চিত করা বা ধর্মীয় কার্যকলাপে বাধা দেওয়া হচ্ছে—এ ধরনের অভিযোগও মিথ্যা।
বিতর্কিত মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা
খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ব্যারিস্টার সাইফের এক বিতর্কিত বক্তব্য প্রসঙ্গে সালমান রাজা বলেন, এই বিষয়ে পিটিআই মুখপাত্র শেখ ওয়াকাস আকরামকে ব্যারিস্টার সাইফের কাছে ব্যাখ্যা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আইনি প্রতিনিধি নিয়োগ ও রাজনৈতিক নির্দেশনা
সালমান রাজা জানান, ইমরান খান তার দলের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, গত পাঁচ মাসে ইমরান খান তার রাজনৈতিক মিত্রদের সঙ্গে দেখা করতে পারেননি, এ বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
আইনি বিষয়ে, চৌধুরী জহির আব্বাসকে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পিটিআই আইনজীবী ফয়সাল চৌধুরীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তিনি ইমরান খানের সব মামলার আবেদন চৌধুরী জহির আব্বাসের কাছে হস্তান্তর করেন।
তিনি আরও অভিযোগ করেন, কিছু ব্যক্তি আইনগত প্রতিনিধিত্ব ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। তবে ইমরান খান যাদের দায়িত্ব দিয়েছেন, তাদের উচিত কেবল রাজনীতিতে মনোযোগ দেওয়া।
এদিকে, নিয়াজউল্লাহ নিয়াজিকে পিটিআই প্রতিষ্ঠাতার মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, আর বুশরা বিবি চারজন ফোকাল পার্সন নিয়োগ করেছেন তার আইনি ও রাজনৈতিক বিষয়ে সহায়তার জন্য।
পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ
মঙ্গলবার ইমরান খান ও বুশরা বিবির সঙ্গে পরিবারের সদস্য ও আইনজীবীরা আদিয়ালা কারাগারে দেখা করেন।
জেল সূত্রে জানা গেছে, ইমরান খানের বোন আলীমা খান, ডা. উজমা খান, নুরিন খানম ও তার চাচাতো ভাই কাসিম খান তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎ প্রায় এক ঘণ্টা ১৫ মিনিট স্থায়ী হয়।
পরে, পিটিআই আইনজীবীরা—ব্যারিস্টার সালমান সাফদার, ব্যারিস্টার গওহর আলী খান, ব্যারিস্টার আলী জাফর, নাঈম হায়দার পাঞ্জোথা, মুবাশির মাকসুদ আওয়ান, খালিদ ইউসুফ, ফয়সাল চৌধুরী, রাই সালমান খারাল ও তাবিশ ফারুক অ্যাডভোকেট—আধ ঘণ্টার জন্য ইমরান ও বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেন।
ইমরানের অসুস্থতার গুজব উড়িয়ে দিলেন আলীমা খান
সাক্ষাৎ শেষে আলীমা খান সাংবাদিকদের জানান, ইমরান খানের কানে সংক্রমণ বা অন্য কোনো অসুস্থতার খবর ভুয়া।
তিনি বলেন, এক সপ্তাহ পর ভাইয়ের সঙ্গে প্রথমবার দেখা করলাম, এবং তিনি সুস্থ আছেন।
তিনি আরও জানান, ইমরানের সব আদালতের শুনানি স্থগিত রাখা হয়েছে এবং তিনি বুশরা বিবির সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
তিনি দাবি করেন, ইমরান খান শারীরিকভাবে সুস্থ ও আত্মবিশ্বাসী আছেন।
তবে তিনি অভিযোগ করেন, ইমরানের ব্যক্তিগত চিকিৎসককে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং তার সন্তানদের সঙ্গে যোগাযোগ করতেও বাধা দেওয়া হচ্ছে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবের নিন্দা জানিয়ে বলেন, এগুলো মূলত সরকারের গুপ্তচরদের প্রচারিত বিভ্রান্তিমূলক তথ্য।