
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ভারতের উত্তরপ্রদেশের এক নারীকে ফাঁসি দেওয়া হয়েছে। দেশটির আইন অনুসারে গত ১৫ ফেব্রুয়ারি শাহজাদি নামে ওই নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিল্লি হাইকোর্টকে এই তথ্য জানানো হয়েছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মৃত্যুদণ্ডের একদিন আগে সংযুক্ত আরব আমিরাত থেকে বাড়িতে ফোন করেন উত্তরপ্রদেশের শাহজাদি। ফাঁসির সাজার কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তরুণী। এর পরই ফাঁসি রুখতে ভারত সরকারের সাহায্য চায় তরুণীর পরিবার।
পাশাপাশি শাহজাদি কেমন আছেন জানতে চেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন তরুণীর বাবা সাবির খান।
তিনি অভিযোগ করেন, কেন্দ্রের থেকে মেয়ের বিষয়ে জানতে চেয়েও কোনও লাভ হচ্ছে না। মামলার শুনানি হয় হাই কোর্টের বিচারপতি সচিন দত্তের বেঞ্চে।
সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা জানান, সংযুক্ত আর আমিরাতের আইন মেনে গত ১৫ ফেব্রুয়ারি শাহজাদির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আগামী ৫ মার্চ আবুধাবিতে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
উত্তরপ্রদেশের বাসিন্দা শাহজাদি খান আবুধাবিতে শিশুদের দেখাশোনার কাজ করতেন। তিনি সেই কাজে থাকাকালীন ৪ মাসের একটি শিশুর মৃত্যু হয়। যার জন্য শাহজাদিকেই দায়ি করা হয়। ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি শাহজাদিকে গ্রেফতার করে আবুধাবির পুলিশ। এবং সেই বছরেরই ৩১ জুলাই তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে স্থানীয় একটি আদালত।