Logo
Logo
×

আন্তর্জাতিক

সিদ্ধান্তগ্রহণ ব্যবস্থায় মুসলিমদের ন্যায্য প্রতিনিধিত্বের আহ্বান এরদোগানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০২:১৩ পিএম

সিদ্ধান্তগ্রহণ ব্যবস্থায় মুসলিমদের ন্যায্য প্রতিনিধিত্বের আহ্বান এরদোগানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বিশ্বব্যাপী সিদ্ধান্তগ্রহণ ব্যবস্থায় মুসলিমদের ন্যায্য প্রতিনিধিত্বের আহ্বান জানিয়েছেন।একইসঙ্গে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের গুরুত্ব তুলে ধরেছেন।

সোমবার (৩ মার্চ) রাজধানী আঙ্কারায় রাষ্ট্রদূতদের সঙ্গে ১৬তম ঐতিহ্যবাহী ইফতার ডিনারে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ‘বিশ্বের জনসংখ্যার এক-চতুর্থাংশ মুসলিমদের তাদের প্রাপ্য প্রতিনিধিত্ব করা উচিত। ’

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাগুলো বিশ্বের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে অনেক সময় লেগেছে। ’

এরদোগান বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা সম্পন্ন একটি ইসলামী দেশ থাকা কেবল একটি প্রয়োজনীয়তা নয় বরং একটি বাধ্যবাধকতা। ’

ইসলামোফোবিয়া, অভিবাসী-বিরোধী মনোভাব এবং বাণিজ্য যুদ্ধ নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে অচলাবস্থার দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে এরদোগান বলেন, এই আদর্শ জঙ্গলের আইনের পথ প্রশস্ত করে।

তুরস্কের প্রেসিডেন্ট সতর্ক করে বললেন, ‘একটি কঠোর, অন্যায্য আন্তর্জাতিক ব্যবস্থা তৈরি করা হচ্ছে, যেখানে দুর্বলদের কষ্টভোগ করতে হবে। যদি নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে এটি অনিবার্যভাবে রাজনৈতিক ও সামরিক বিস্ফোরণের দিকে পরিচালিত করবে, যার প্রাথমিক লক্ষণ ইতিমধ্যেই দৃশ্যমান। ’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম