Logo
Logo
×

আন্তর্জাতিক

যেসব মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করছে চীন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০১:৪১ পিএম

যেসব মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করছে চীন

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন মার্কিন শুল্কের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে চীন। মার্কিন কৃষি ও খাদ্য পণ্যের আমদানির ওপর শুল্ক ১০ থেকে ১৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছে বেইজিং। এই পদক্ষেপের ফলে পঁচিশটি মার্কিন সংস্থা রপ্তানি ও বিনিয়োগ বিধিনিষেধের আওতায় রয়েছে।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা চীনা পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ২০ শতাংশে উন্নীত করার পাশাপাশি মেক্সিকো ও কানাডা থেকে আমদানিতে ২৫ শতাংশ নতুন শুল্ক আরোপ করেছে। এর মধ্য দিয়ে তিন বাণিজ্য অংশীদারের সঙ্গে নতুন বাণিজ্য দ্বন্দ্ব শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের। 

তবে বসে নেই চীনও। তারাও মার্কিন পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছে।  এক বিবৃতিতে চীনের অর্থ মন্ত্রণালয় বলছে, ১০ মার্চ থেকে বেইজিং মার্কিন মুরগি, গম, ভুট্টা এবং তুলার উপর অতিরিক্ত ১৫ শতাংশ এবং মার্কিন সয়াবিন, জোয়ার, শুয়োরের মাংস, গরুর মাংস, জলজ পণ্য, ফল ও সবজি এবং দুগ্ধজাত পণ্য আমদানিতে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবে। 

একটি পৃথক বিবৃতিতে, চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক ব্যবস্থা বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকে গুরুতরভাবে লঙ্ঘন করে এবং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার ভিত্তিকে দুর্বল করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘চীন দৃঢ়ভাবে তার বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষা করবে। ‘

এদিকে, কানাডাও মার্কিন পণ্যের ওপর মঙ্গলবার (৪ মার্চ) থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।  এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প যদি কানাডিয়ান পণ্যের উপর প্রস্তাবিত শুল্ক আরোপ করেন, তাহলে মঙ্গলবার থেকে কানাডা ১৫৫ বিলিয়ন কানাডিয়ান ডলার (১০৭ বিলিয়ন ডলার) মূল্যের মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। ’

বিবৃতিতে ট্রুডো বলেন, ‘কানাডা সরকার মঙ্গলবার থেকে ৩০ বিলিয়ন কানাডিয়ান ডলারের মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে, এবং বাকি ১২৫ বিলিয়ন কানাডিয়ান ডলারের পণ্যের ওপর শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে। ’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম