আরব সম্মেলনে উপস্থাপিত হবে গাজা পুনর্গঠন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০১:২৭ পিএম

ছবি: সংগৃহীত
ফিলিস্তিনিদের নিজেদের ভূমিতে থাকার নিশ্চয়তা দিয়ে গাজা পুনর্গঠন পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি। মঙ্গলবার কায়রোতে জরুরি আরব শীর্ষ সম্মেলনে এই পরিকল্পনা উপস্থাপন করা হবে।
গাজার নিয়ন্ত্রণ ও ফিলিস্তিনিদের অন্যত্র
পুনর্বাসনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করা আরব দেশগুলো
এই ধারণার মোকাবিলায় কূটনীতিক অভিযানে একমত হওয়ার চেষ্টা করছে।
আবদেলাত্তি বলেন, মিশর এই পরিকল্পনার
জন্য আন্তর্জাতিক সমর্থন ও তহবিল চাইবে। তিনি বিশেষ করে গাজার পুনর্গঠনে অর্থায়নে ইউরোপের
গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।
ভূমধ্যসাগর বিষয়ক ইইউ কমিশনার দুব্রাভকা
শুইতসার সাথে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আরব
লীগের আসন্ন শীর্ষ সম্মেলনে পরিকল্পনা গৃহীত হওয়ার পর আমরা প্রধান দাতা দেশগুলোর সাথে
নিবিড় আলোচনা করবো।’
গত ছয় সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতি নিয়ে
অচলাবস্থার মাঝে রোবাবার গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। আবদেলাত্তি
বলেন, সমষ্টিগত শাস্তির অস্ত্র হিসেবে ত্রাণসহায়তাকে ব্যবহারের অনুমতি দেয়া যায় না।
আবদেলাত্তি মূলত সম্মত যুদ্ধবিরতির প্রতি মিশরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এই
যুদ্ধবিরতি দ্বিতীয় পর্যায়ে যাওয়ার কথা ছিল।
এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন
নেতানিয়াহুর কার্যালয় জানায়, তারা রমজান ও পাসওভারের সময় গাজায় সাময়িক যুদ্ধবিরতির
জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করেছে।
আবদেলাত্তি বলেন, মঙ্গলবারের শীর্ষ
সম্মেলনের পর ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা
সৌদি আরবে জরুরি বৈঠকে বসবেন।