Logo
Logo
×

আন্তর্জাতিক

সেহরি-ইফতারের খাবার থেকে বঞ্চিত ইমরান খান ও বুশরা বিবি!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১২:৪১ পিএম

সেহরি-ইফতারের খাবার থেকে বঞ্চিত ইমরান খান ও বুশরা বিবি!

কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে খালি পেটে রোজা রাখতে হচ্ছে বলে অভিযোগ করেছেন খাইবার পাখতুনখোয়া সরকারের মুখপাত্র ব্যারিস্টার সাইফ।  এছাড়া ইমরান-বুশরা দম্পতির সঙ্গে সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞার তীব্র নিন্দা করেছেন তিনি। তার মতে, এটি রমজান মাসে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেওয়ার এক ঘৃণ্য পদক্ষেপ।

মঙ্গলবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।

সাইফ অভিযোগ করেছেন, ইমরান খান ও বুশরা বিবিকে সেহরি ও ইফতারির খাবার দেওয়া হচ্ছে না, যা সরকারের নিপীড়নমূলক পদক্ষেপ হিসেবে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে।  সরকার এমন এক সময় এমন আচরণ করছে, যখন পুরো মুসলিম সম্প্রদায় ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছে, এবং এমন পরিস্থিতিতে তাদের প্রতি এই নিষ্ঠুর আচরণ অগ্রহণযোগ্য বলে তিনি মন্তব্য করেন।

ব্যারিস্টার সাইফ বলেন, কারাবন্দি পিটিআই শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা আদালতের আদেশের স্পষ্ট লঙ্ঘন।

তিনি বিচার বিভাগের প্রতি আদালত অবমাননা আইন অনুযায়ী পদক্ষেপ নিতে এবং ২৬তম সংবিধান সংশোধনীর শৃঙ্খল ভেঙে এই অবিচারের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও দাবি করেন, এই দম্পতিকে খালি পেটে রোজা রাখতে বাধ্য করা হচ্ছে এবং তাদের ধর্মীয় কর্মকাণ্ডও বাধাগ্রস্ত হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম