Logo
Logo
×

আন্তর্জাতিক

একনজরে আজকের বিশ্ব: ৩ মার্চ, ২০২৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:৪১ পিএম

একনজরে আজকের বিশ্ব: ৩ মার্চ, ২০২৫

বিশ্বজুড়ে আজ (সোমবার) সারাদিন ঘটে যাওয়া ঘটনাগুলো চলুন একনজরে জেনে নেই:

কংগ্রেস নেত্রী খুন, প্রেমিক গ্রেফতার

ভারতের হরিয়ানার কংগ্রেস নেত্রী হিমানী নরওয়ালকে খুনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে দিল্লি থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবক কংগ্রেস নেত্রীর প্রেমিক বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমেগুলো।

ইউক্রেনে সেনা সহায়তা বন্ধের চিন্তা ট্রাম্পের

ইউক্রেনের পরম মিত্র যুক্তরাষ্ট্র। দুই মাস আগেও এমনটাই জানতো বিশ্ব। কিন্তু জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে বসার পরপরই বদলে যেতে থাকে দৃশ্যপট। জটিল হতে শুরু করে মার্কিন-ইউক্রেন সম্পর্ক। এরই মধ্যে শুক্রবার ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে তীব্র বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যার জেরে আরও ঘনীভূত হতে থাকে সংকট। দ্বন্দ্বের জেরে এবার ইউক্রেনের যুদ্ধ রসদে লাগাম টানছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনে সেনা সহায়তা বন্ধের চিন্তা করেছেন ট্রাম্প। এ বিষয়ে মঙ্গলবার গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে আলোচনাও করবেন তিনি। দ্য টেলিগ্রাফ।

‘পাকিস্তানের কারাগারে ডেথ সেলে ইমরান খান’

ইমরান খান শুধু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বা পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) পার্টির নেতাই নন, তিনি পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। সদ্য পিটিআই দাবি করেছে, তাদের এই নেতাকে আদিয়ালা কারাগারের নিভৃত কুঠুরিতে রাখা হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

ভারতে ১৩ বাংলাদেশি গ্রেফতার

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের ত্রিপুরা ও মেঘালয় থেকে অন্তত ১৩ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই বাংলাদেশিদের গ্রেফতার করেছে বলে সোমবার দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ নেতানিয়াহুর

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে হামাস যদি অবশিষ্ট ইসরাইলি বন্দিদের মুক্ত না করে, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুমকিও দিয়েছেন তিনি।

ইউক্রেনের পাশে ইউরোপ

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন ইউরোপের নেতারা। এ লক্ষ্যে চার দফা পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। ইউক্রেন নিয়ে আলোচনা করতে রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এক সম্মেলনে বসেছিলেন ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা। পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ নেতাদের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সম্মেলনে যোগ দিয়েছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম