Logo
Logo
×

আন্তর্জাতিক

কংগ্রেস নেত্রীকে খুনের ঘটনায় প্রেমিক গ্রেফতার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০২:১২ পিএম

কংগ্রেস নেত্রীকে খুনের ঘটনায় প্রেমিক গ্রেফতার

ভারতের হরিয়ানার কংগ্রেস নেত্রী হিমানী নরওয়ালকে খুনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে দিল্লি থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবক কংগ্রেস নেত্রীর প্রেমিক বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমেগুলো।

এর আগে গত শুক্রবার রোহতকের সাম্পলা বাসস্ট্যান্ডের কাছ থেকে নীল রঙের একটি ট্রলিব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগে মেলে হিমানীর লাশ। এরপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ।

সোমবার হরিয়ানা পুলিশের তরফে জানানো হয়, রোববার গভীর রাতে দিল্লি থেকে দুই যুবককে আটক করে হরিয়ানার রোহতকে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনকে জিজ্ঞাসাবাদ করার পর একজনকে গ্রেফতার করা হয়। আর অপরজনকে ছেড়ে দেওয়া হয়।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, গ্রেফতার হওয়া যুবকের সঙ্গে হিমানীর প্রেমের সম্পর্ক ছিল। হিমানীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই যুবককে ব্ল্যাকমেইল করে অর্থ নিয়েছিলেন। সেই রাগেই তাকে খুন করা হয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

যে ট্রলিব্যাগ থেকে হিমানীর লাশ উদ্ধার হয়, সেটি কংগ্রেস নেত্রীর বাড়ি থেকেই নেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, হিমানীকে তার নিজের বাড়িতেই খুন করা হয়েছে।

হিমানীর মা সবিতা বলেন, ‘খুনি পরিচিত কেউ। তিনি হয় দলের কেউ, অথবা তিনি আমাদের আত্মীয়। হিমানীর বন্ধুও কেউ হতে পারেন। কারণ তারাই বাড়িতে আসতে পারেন। আমি নিশ্চিত কেউ আমার মেয়ের সঙ্গে খারাপ কিছু করতে চেয়েছিল। তাই মেয়ে প্রতিবাদ করে। আর সেই কারণেই এ ঘটনা ঘটে।’

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, হত্যার আগে হিমানীকে ব্যাপক মারধর করা হয়। তার হাড়গোড় ভেঙে দেওয়া হয়েছিল। গলায় স্কার্ফ জড়ানো ছিল হিমানীর। এটা থেকে পুলিশের সন্দেহ শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে।

হিমানী হরিয়ানার কংগ্রেস নেত্রী। রাজ্য কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গী ছিলেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম