Logo
Logo
×

আন্তর্জাতিক

রিয়াদ সম্মেলনে আব্বাসকে আমন্ত্রণ না দেওয়ার অভিযোগ অস্বীকার কাতারের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০১:১৮ পিএম

রিয়াদ সম্মেলনে আব্বাসকে আমন্ত্রণ না দেওয়ার অভিযোগ অস্বীকার কাতারের

২১ ফেব্রুয়ারি রিয়াদে অনানুষ্ঠানিকভাবে মিলিত হন আরব নেতারা। ছবি: সংগৃহীত

গাজা নিয়ে অনুষ্ঠিত সৌদি আরবের রিয়াদে এক জরুরি সম্মেলনে বসেছিলেন আরব বিশ্বের নেতারা। সম্প্রতি প্রকাশিত দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আমন্ত্রণ জানাতে বাঁধা দিয়েছে কাতার। তবে উত্থাপিত এমন দাবির প্রতি তীব্র প্রতিবাদ জানিয়েছে দোহা।

কাতার এই প্রতিবেদনের সবগুলো দাবি অস্বীকার করে একে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ হিসেবে অভিহিত করেছে।

কাতারের সরকার শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই রিপোর্টে উল্লিখিত অভিযোগগুলো শুধুমাত্র গুজব এবং অপ্রমাণিত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা সাবেক কর্মকর্তাদের কাছ থেকে অনির্ভরযোগ্য সূত্র থেকে এসেছে এবং কোনো সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যাচাই করা হয়নি’। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কাতার বহু বছর ধরে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধান দাতা রাষ্ট্র হিসেবে কাজ করছে এবং বিভিন্ন বিষয়ে তাদের সাথে সহযোগিতা করছে, যা অতীতে এবং বর্তমানে চলমান প্রকল্পগুলোর মধ্যে অন্তর্ভুক্ত’।

আরব নেতারা গত ২১ ফেব্রুয়ারি রিয়াদে এক অনানুষ্ঠানিক সভায় গাজা পুনর্গঠন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা খালি করার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে মিলিত হন।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল শনিবার এক প্রতিবেদনে দাবি করেছে, কাতার আব্বাসকে আমন্ত্রণ জানাতে বাধা দেয়, যার ফলে তিনি সেই সম্মেলনে উপস্থিত হতে পারেননি। এতে হামাসকেও সম্মেলনে রাখার শর্ত জুড়ে দেওয়া হয়। সম্মেলনে অংশ নিয়েছিলেন জর্ডান, সৌদি আরব, কাতার, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনের নেতারা।

প্রতিবেদনের প্রতিক্রিয়ায় কাতারের মিডিয়া অফিস বলেছে, ‘এ ধরনের নিম্নমানের রিপোর্টিং কোনো বিস্ময়ের বিষয় নয়, কারণ এটিই প্রথমবার নয়। এই প্রতিবেদনের লেখকরা সম্ভাব্য গুরুত্বপূর্ণ অভিযোগ তুলে ধরেছেন, তবে সঠিক সাংবাদিকতা অনুসরণ না করেই’।

কাতার আরো জানিয়েছে, ‘এই ধরনের প্রতিবেদনগুলোতে আমরা যে পেশাদারিত্ব আশা করি, তা থেকে এটি পুরোপুরি অমিল’।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম