Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার ক্রুজ ক্ষেপণাস্ত্রযুক্ত উচ্চগতির যুদ্ধজাহাজ উন্মোচন ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩০ পিএম

এবার ক্রুজ ক্ষেপণাস্ত্রযুক্ত উচ্চগতির যুদ্ধজাহাজ উন্মোচন ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই একের পর এক উচ্চ-ক্ষমতা সম্পন্ন সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধজাহাজ উন্মোচন করে যাচ্ছে ইরান। 

এরই ধারাবাহিকতায় দেশটি এবার একটি উচ্চ-গতির নৌযান উন্মোচন করেছে। যা বিধ্বংসী যুদ্ধজাহাজ মোকাবিলার জন্য উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম।

বৃহস্পতিবার নিজ নিজ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা মেহের ও ইরনা।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অধীনস্ত নৌবাহিনী নতুন এই উচ্চ গতি সম্পন্ন নৌযান উন্মোচন করেছে। যা শত্রুপক্ষের ধ্বংসকারী যুদ্ধজাহাজ লক্ষ্য করে আক্রমণ চালানোর ক্ষমতা রাখে। 

এটি ইরানের নৌ-প্রতিরক্ষা সক্ষমতায় গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে বিবেচিত হচ্ছে।

আইআরজিসি জানিয়েছে, ‘শহিদ দেলওয়ারি’ নামের এই নৌযানটি প্রতি ঘণ্টায় ১১০ নট গতিতে চলতে পারে এবং এতে অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের সুবিধা রয়েছে।

আইআরজিসির দাবি, এই যুদ্ধজাহাজ উন্মোচন ইরানের সামুদ্রিক প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। নতুন এই নৌযানটি ইরানের প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বিশেষ করে এর আঞ্চলিক জলসীমা রক্ষা এবং সম্ভাব্য হুমকিগুলোর মোকাবিলায়।

ঘটনাপ্রবাহ: ইরান ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম