Logo
Logo
×

আন্তর্জাতিক

আবার ইউক্রেন দখলে নামতে পারে রাশিয়া: ব্রিটিশ প্রধানমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৮ পিএম

আবার ইউক্রেন দখলে নামতে পারে রাশিয়া: ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র নিরাপত্তার গ্যারান্টি না দিলে আবারও ইউক্রেন দখলে নামতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আগে এ কথা বললেন তিনি। খবর বিবিসির। 

এর আগে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনের নিরাপত্তা দেওয়া ইউরোপের দায়িত্ব। যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি দেবে না। 

স্টারমার আরও জানান, শুক্রবার ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার সাক্ষাৎ হবে। ওই সাক্ষাতে ‘বিরাট’ এক চুক্তি হবে দু’দেশের মধ্যে। 

এদিকে স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে স্টারমার বলেন, রাশিয়ার আগ্রাসনের হুমকির বিরুদ্ধে নিরাপত্তা জোরদার করতে যুক্তরাজ্য ২০২৭ সাল পর্যন্ত প্রতিরক্ষা ব্যয় বাড়াবে। 

স্টারমার বলেন, প্রতিরক্ষা ব্যয় বার্ষিক ১৭শ’ কোটি ডলার বাড়ানো হবে। একই সঙ্গে বহির্বিশ্বের জন্য উন্নয়ন সহায়তা কাটছাঁট করে যুক্তরাজ্যের প্রতিরক্ষা খাতে জিডিপি বা মোট জাতীয় সম্পদের ২ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশ করা হবে।

তিনি বলেন, এটা প্রয়োজনীয় ছিল কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো স্বৈরশাসকরা কেবল শক্তিতেই সাড়া দেয়।

স্টারমার বলেন, আমাদের অবশ্যই ইউক্রেনের পাশে দাঁড়াতে হবে, কারণ আমরা যদি স্থায়ী শান্তি অর্জন করতে না পারি তাহলে অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং নিরাপত্তার হুমকি কেবলই বাড়বে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম