Logo
Logo
×

আন্তর্জাতিক

কাতারে মার্কিন ঘাঁটিতে কমান্ডারদের সম্মেলন অনুষ্ঠিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৪ এএম

কাতারে মার্কিন ঘাঁটিতে কমান্ডারদের সম্মেলন অনুষ্ঠিত

মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) সপ্তাহব্যাপী কাতারে তাদের ঘাঁটিতে একটি সম্মেলন আয়োজন করেছে। মঙ্গলবার এই সম্মেলনের আয়োজন করা হয়।

কেন্দ্রীয় কমান্ডের জেনারেল মাইকেল কুরিলা আল উদেইদ এয়ার বেসে সেন্ট্রাল কমান্ড এবং তার অধীনস্থ শীর্ষ কমান্ডার ও নেতাকর্মীদের একত্রিত করে বর্তমান অপারেশনাল পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। খবর মিডল ইস্ট মনিটর

কনফারেন্সের এজেন্ডায় ছিল সেন্টকম-এর এলাকায় নিরাপত্তা, অপারেশনাল পরিবেশ, নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী করার সুযোগ, দায়েশসহ সহিংস উগ্রবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে প্রচেষ্টা এবং অঞ্চলে বর্তমান কৌশলগত সুযোগসমূহ।

অন্যদিকে, কুরিলা কাতারের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জাসিম আল মান্নাই, কাতারের এয়ার ফোর্স এবং এয়ার ডিফেন্স কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে যুক্তরাষ্ট্র ও কাতার সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম