Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনে ‘স্থায়ী শান্তি’ চায় ইউরোপ, ট্রাম্পকে ম্যাক্রোঁ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৮ পিএম

ইউক্রেনে ‘স্থায়ী শান্তি’ চায় ইউরোপ, ট্রাম্পকে ম্যাক্রোঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে চায় ইউরোপ। রাশিয়ার আগ্রাসনের তৃতীয় বার্ষিকীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। খবর আল-জাজিরার।

স্থানীয় সময় সোমবার ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, ইউক্রেনে ‘একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী শান্তি’ প্রতিষ্ঠা করা আমাদের যৌথ লক্ষ্য।

ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, আমরা শান্তির লক্ষ্য ভাগ করে নেই, তবে আমরা খুব সচেতন যে, এটি নিশ্চিত করতে হলে আমাদের উপযুক্ত নিরাপত্তা গ্যারান্টি থাকতে হবে।

ম্যাক্রোঁর এ সফর এমন এক সময়ে হলো যখন ট্রাম্প তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আওতায় ইউক্রেন যুদ্ধ দ্রুত সমাপ্তির আহ্বান জানাচ্ছেন। ট্রাম্প ইউক্রেন বা ইউরোপীয় নেতাদের অংশগ্রহণ ছাড়াই মার্কিন-রাশিয়া আলোচনার পক্ষে অবস্থান নিয়েছেন, যা ইউরোপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

সোমবার ট্রাম্প বলেন, আমরা যুদ্ধ বন্ধে অনেক অগ্রগতি অর্জন করেছি।

পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার ব্যয় ইউরোপেরই বহন করা উচিত।

ম্যাক্রোঁ বলেন, ইউক্রেনে যুদ্ধবিরতি হলে ইউরোপীয় শান্তিরক্ষীরা নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত থাকবে। ট্রাম্পও এ ধারণাকে সমর্থন করেছেন এবং জানিয়েছেন, তিনি এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আলোচনা করেছেন।

অ্যাটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো র‍্যাচেল রিজো বলেন, ম্যাক্রোঁ দীর্ঘদিন ধরেই ইউরোপীয় প্রতিরক্ষা ও ইউক্রেন বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে চাচ্ছেন, যা এই বৈঠককে তাৎপর্যপূর্ণ করেছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ জানিয়েছেন, ট্রাম্প ও ম্যাক্রোঁ ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য ইস্যু নিয়েও আলোচনা করেছেন।

এদিকে, ট্রাম্পের সাম্প্রতিক ইউক্রেনবিরোধী মন্তব্য ইউরোপে উত্তেজনা সৃষ্টি করেছে। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলে আখ্যায়িত করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম