Logo
Logo
×

আন্তর্জাতিক

কঙ্গোতে চলমান সংঘর্ষে দুই মাসে নিহত ৭ হাজারের বেশি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৮ পিএম

কঙ্গোতে চলমান সংঘর্ষে দুই মাসে নিহত ৭ হাজারের বেশি

ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোতে চলতি বছরের জানুয়ারি থেকে বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘর্ষে ৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের উচ্চ পর্যায়ের বৈঠকে এ তথ্য জানিয়েছেন কঙ্গোর প্রধানমন্ত্রী জুডিথ তুলুকা সুমিনওয়া।  খবর রয়টার্সের। 

কঙ্গোর প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্রোহীদের সংঘর্ষে ৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে অনেক বেসামরিক মানুষ রয়েছে। এ ছাড়া  ৯০টি আশ্রয়কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় ৪ লাখ ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।’

সম্প্রতি তুতসি নেতৃত্বাধীন মার্চ ২০২৩ মুভমেন্ট বা এম২৩ কঙ্গোর পূর্বাঞ্চলে সরকারি বাহিনীকে হটিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ও এলাকা দখলে নিয়েছে। ওই অঞ্চলে এক দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাতে দেশটির সরকারি বাহিনী আগে কখনো এতটা কোণঠাসা হয়ে পড়েনি।

কঙ্গো সরকারের অভিযোগ, প্রতিবেশী দেশ রুয়ান্ডা অস্ত্র ও সেনা দিয়ে এম২৩ বিদ্রোহীদের সাহায্য করছে। তবে রুয়ান্ডা এ অভিযোগ অস্বীকার করেছে।   

প্রধানমন্ত্রী সুমিনওয়া মানবাধিকার কাউন্সিলের বৈঠকে কঙ্গোর বিপুল পরিমাণ লোকের উদ্বাস্তু হয়ে পড়া এবং নির্বিচার হত্যাকাণ্ড বন্ধে দ্রুত পদক্ষেপ চেয়েছেন। একই সঙ্গে বিদ্রোহীদের সহায়তা প্রদানকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন।

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৮তম বৈঠকে দেওয়া ভাষণে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, বিশ্বে মানবাধিকার পরিস্থিতি এখন ‘শ্বাসরুদ্ধকর’ অবস্থায় পৌঁছেছে। কঙ্গোতে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের কথাও উল্লেখ করেছেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম