Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতকে হারাতে না পারলে আমার নামও শাহবাজ নয়

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৫ পিএম

ভারতকে হারাতে না পারলে আমার নামও শাহবাজ নয়

ফাইল ছবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার দেশকে ভারতের চেয়ে বৃহত্তর জাতি হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।

রোববার দেশটির ডেরা গাজি খানে বিশাল জনসভায় বক্তব্যকালে তিনি এ আশা প্রকাশ করেন।

লক্ষ্য অর্জনে নিরলস প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একদিন না একদিন ভারতকে পেছনে ফেলে দেব। আর তা করতে না পারলে আমার নামও শাহবাজ শরিফ নয়। আমরা দিনরাত কাজ করে পাকিস্তানকে একটি মহান জাতিতে পরিণত করব এবং ভারতের চেয়ে এগিয়ে যাব।’

তিনি সক্রিয় শাসন ও সংস্কারের মাধ্যমে পাকিস্তানের অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জগুলো সমাধানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। শাহবাজ বলেন, তার সরকার অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে কাজ করছে, যার লক্ষ্য বিদেশি ঋণের ওপর পাকিস্তানের নির্ভরতা কমানো।

তিনি বলেন, ‘আমরা আর ঋণের ওপর নির্ভর করব না। আমার নেতৃত্বে, পাকিস্তান একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলে নিজের পায়ে দাঁড়াবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম