Logo
Logo
×

আন্তর্জাতিক

রুশ আগ্রাসনের তিন বছর

ইউক্রেনের ‘প্রতিরোধ’ ও ‘বীরত্বের’ প্রশংসা করলেন জেলেনস্কি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৬ পিএম

ইউক্রেনের ‘প্রতিরোধ’ ও ‘বীরত্বের’ প্রশংসা করলেন জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনের ‘প্রতিরোধ’ ও ‘বীরত্বের’ প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) কিয়েভে রুশ আগ্রাসনের তৃতীয় বার্ষিকীতে এমন প্রশংসা করেন জেলেনস্কি। 

এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা সংহতি প্রকাশের জন্য কিয়েভ সফরে গিয়েছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর সিদ্ধান্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপে সবচেয়ে বড় সংঘাতের সূচনা করেছে। এতে উভয় পক্ষের  হাজার হাজার সেনাসহ ইউক্রেনের বহু বেসামরিক নিহত হয়েছেন।  এছাড়া রুশ বাহিনীর আগ্রাসনে  দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের শহরগুলো ধ্বংস হয়ে গেছে এবং লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জেলেনস্কি ‘তিন বছরের প্রতিরোধ’, ‘তিন বছরের কৃতজ্ঞতা’ ও ‘ইউক্রেনীয়দের তিন বছরের পরম বীরত্ব’র প্রশংসা করে আরও বলেন, ‘যারা একে প্রতিরোধ করেছে এমন সমর্থন করে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। ’

ট্রেনে করে কিয়েভে পৌঁছে ইইউ কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেইন বলেন, ইউক্রেন ‘টিকে থাকার জন্য’ লড়াই করছে এবং ইউক্রেনে ইউরোপের ‘ভাগ্য’ ঝুঁকিতে রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি আরও বলেন, ‘আমরা আজ কিয়েভে আছি, কারণ ইউক্রেনই ইউরোপ। বেঁচে থাকার এই লড়াইয়ে, কেবল ইউক্রেনের ভাগ্যই ঝুঁকিতে নেই, রয়েছে ইউরোপেরও। ’

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা থেকে কিয়েভকে দূরে সরিয়ে রাখার ট্রাম্পের পদক্ষেপের স্পষ্ট তিরস্কার করে ইইউ কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা বলেছেন ‘ইউক্রেনে, ইউক্রেন সম্পর্কে, ইউক্রেনের সঙ্গে। ’

তথ্যসূত্র: আল আরাবিয়া।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম