Logo
Logo
×

আন্তর্জাতিক

নাসরুল্লাহ ও সাফিয়েদ্দীনকে নিয়ে যে বার্তা দিলেন খামেনি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৮ পিএম

নাসরুল্লাহ ও সাফিয়েদ্দীনকে নিয়ে যে বার্তা দিলেন খামেনি

রানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাবেক প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং সাইয়েদ হাশেম সাফিয়েদ্দীনকে নিয়ে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 

বার্তায় খামেনি বলেছেন, ‘এই অঞ্চলের প্রতিরোধ বাহিনীর মহান মুজাহিদ এবং শীর্ষস্থানীয় কমান্ডার সাইয়েদ হাসান নাসরুল্লাহ (আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করুন) এখন সম্মানের শীর্ষে অবস্থান করছেন। তার পবিত্র দেহকে আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদের ভূমিতে সমাহিত করা হবে, কিন্তু তার আত্মা এবং তার পথ প্রতিদিন আরও মহিমান্বিতভাবে উজ্জ্বল হবে।  ইনশাআল্লাহ, যারা তাকে অনুসরণ করবে তাদের জন্য পথ আলোকিত হবে। ’

‘শত্রুদের সচেতন থাকতে হবে যে দখল, নিপীড়ন এবং অহংকারের বিরুদ্ধে প্রতিরোধ কখনও শেষ হবে না এবং আল্লাহর ইচ্ছায় চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত অব্যাহত থাকবে। ’

তিনি আরও লেখেন, ‘সৈয়দ হাশেম সাফিয়েদ্দীনও এই অঞ্চলের ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি লেবাননে প্রতিরোধের নেতৃত্বের একজন ঘনিষ্ঠ সহচর এবং অবিচ্ছেদ্য অংশ ছিলেন।এই দুই সম্মানিত মুজাহিদের ওপর এবং সম্প্রতি শাহাদাত বরণকারী অন্যান্য সাহসী, আত্মত্যাগী যোদ্ধাদের ওপর এবং ইসলামের সকল শহীদদের উপর আল্লাহর সালাম বর্ষিত হোক। ’

‘আমার প্রিয় সন্তানরা, লেবাননের বীর যুবকরা, আমি তোমাদের বিশেষ সালাম জানাচ্ছি। ’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম