Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ২০২৪ সালে ছয়বার ইন্টারনেট বন্ধ করেছে ইসরাইল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৮ পিএম

গাজায় ২০২৪ সালে ছয়বার ইন্টারনেট বন্ধ করেছে ইসরাইল

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৪ সালে ছয়বার ইন্টারনেট অ্যাক্সেস সীমাবদ্ধ করেছে ইসরাইল। যা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার যেকোনো দেশের মধ্যে সবচেয়ে বেশি।

অ্যাকসেস নাউ-এর বিশ্বব্যাপী ইন্টারনেট বন্ধের ওপর প্রস্তুত করা একটি নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

অ্যাকসেস নাউ-এর প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও ইসরাইলি দখলদার বাহিনী ইন্টারনেট এবং টেলিযোগাযোগ অবকাঠামো ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে গাজার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইন্টারনেটের ওপর এসব নিষেধাজ্ঞা অসংখ্য নথিভুক্ত নৃশংসতা এবং যুদ্ধাপরাধের সঙ্গে মিলে গেছে। যার মধ্যে গণ- বাস্তুচ্যুতি, আশ্রয়কেন্দ্র এবং হাসপাতালগুলোকে সামরিক লক্ষ্যবস্তু করা, মানবিক সহায়তা বন্ধ ও বেসামরিক নাগরিকদের ওপর ক্রমাগত বোমাবর্ষণ।  

২০২৩ সালের অক্টোবর মাস থেকে দীর্ঘ ১৫ মাস ধরে গণহত্যা চালায় ইসরাইল।  এতে নিহত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি মানুষ।  গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তিন-পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে।

জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম