Logo
Logo
×

আন্তর্জাতিক

‘অন্যদের যুদ্ধের ময়দান হতে চাই না’ ইরানি প্রতিনিধিদলকে লেবানন প্রেসিডেন্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৩ এএম

‘অন্যদের যুদ্ধের ময়দান হতে চাই না’ ইরানি প্রতিনিধিদলকে লেবানন প্রেসিডেন্ট

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন গত রোববার ইরানের একটি প্রতিনিধিদলের সাথে বৈঠককালে বলেছেন, লেবানন ‘অন্যদের যুদ্ধের ময়দান’ হতে চায় না। 

তিনি লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপের বিরোধিতা করে বলেন, দেশটির জনগণের ঐক্যই যে কোনো হুমকি বা আক্রমণ মোকাবিলার সবচেয়ে ভালো উপায়।

প্রেসিডেন্ট আউনের সঙ্গে বৈঠকে ইরানি প্রতিনিধি দলের সদস্যরা, যাদের মধ্যে ছিলেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, লেবাননের সার্বভৌমত্বের প্রতি ইরানের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। 

তারা জানান, ইরান লেবাননের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এবং দেশটির পুনর্নির্মাণে সহযোগিতা করতে প্রস্তুত।

এ দিন, লেবাননের রাজধানী বৈরুতের স্পোর্টস সিটি স্টেডিয়ামে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং হাসেম সাফিয়েদ্দীনের জানাজায় যোগ দিতে ইরান, ইরাক, ইয়েমেন এবং অন্যান্য দেশ থেকে প্রতিনিধিরা উপস্থিত হন। এই অনুষ্ঠানটি ছিল একসময়কালের সবচেয়ে বড় গণজমায়েত, যেখানে লাখ লাখ মানুষ যোগ দিয়েছিল।

এদিকে, জানাজার দিনেও ইসরাইলি বিমান বাহিনী লেবাননের দক্ষিণ এবং বেকা উপত্যকায় একাধিক বিমান হামলা চালায়। ইসরাইল দাবি করেছে, তারা হিজবুল্লাহর কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে, তবে লেবাননের সীমানায় বিক্ষোভের জন্য সমালোচনা ওঠে।

হিজবুল্লাহর প্রধান জেনারেল শেখ নাঈম কাসেম বলেন, আমরা আমাদের ভূমিতে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলব এবং কোনো ধরনের শত্রুতার মুখোমুখি হলে তার সমুচিত জবাব দেব। 

তিনি লেবানন সরকারের কাছে দৃঢ় এবং সুবিচারের ভিত্তিতে একটি নতুন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম