Logo
Logo
×

আন্তর্জাতিক

দক্ষিণ দামেস্কে সিরীয় বাহিনীকে তৎপরতা চালাতে দেবে না ইসরাইল: নেতানিয়াহু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৫ এএম

দক্ষিণ দামেস্কে সিরীয় বাহিনীকে তৎপরতা চালাতে দেবে না ইসরাইল: নেতানিয়াহু

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে দেশটির নতুন সরকারের সামরিক বাহিনীকে তৎপরতা চালাতে দেবে না তেল আবিব। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) ইসরাইলে সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন নেতানিয়াহু।  খবর আলজাজিরার। 

অনুষ্ঠানে বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা, দারা এবং সুওয়াইদা প্রদেশকে নতুন সিরীয় সরকারের সেনাদের কাছ থেকে পুরোপুরি ‘অসামরিকীকরণ’র দাবি করেন। 

নেতানিয়াহু হায়াত তাহরির আল-শাম গ্রুপের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা দামেস্কের দক্ষিণে এইচটিএস সংগঠন বা নতুন সিরিয়ান সেনাবাহিনীর বাহিনীকে প্রবেশ করতে দেব না। ’

প্রসঙ্গত, হায়াত তাহরির আল-শাম গত ডিসেম্বরে সিরিয়ার ক্ষমতায় দুই যুগ ধরে থাকা নেতা বাশার আল-আসাদকে উৎখাতের অভিযানে নেতৃত্ব দিয়েছিল।

ইসরাইলি প্রধানমন্ত্রী আরও বলেন, সিরিয়ার ড্রুজ সম্প্রদায়ের প্রতি কোনো হুমকি ইসরাইল মেনে নেবে না।  ড্রুজ সম্প্রদায়ের মানুষজন ইসরাইলের অবৈধভাবে দখলকৃত সিরীয় অঞ্চল গোলান হাইটস এবং দক্ষিণ-পশ্চিম সিরিয়ার অন্যান্য অংশে বাস করে।

আল-আসাদের পতনের সুযোগ নিয়ে ইসরাইল ১৯৭৪ সালে জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করে অধিকৃত গোলান হাইটস এবং দক্ষিণ সিরিয়ার মধ্যে একটি বাফার জোনে সম্প্রসারণ করেছে।

গোলান মালভূমির প্রায় দুই-তৃতীয়াংশ ইসরাইলের দখলে রয়েছে।  জাতিসংঘ-শাসিত বাফার জোনটি ৪০০ বর্গকিলোমিটার (১৫৪ বর্গমাইল) এলাকাজুড়ে বিস্তৃত। বাকি অংশটি সিরিয়ার নিয়ন্ত্রণে।

১৯৭৪ সালে ইসরাইল এবং সিরিয়া একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে যার মাধ্যমে গোলান মালভূমিকে একটি সামরিক নিরস্ত্রীকরণকৃত বাফার জোন হিসেবে ঘোষণা করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম