
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৩:০৩ এএম
দিল্লিগামী ফ্লাইটে বোমাতঙ্ক, রোমে জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১০ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভারতের দিল্লিগামী একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। যার ফলে বিমানটিকে ইতালির রাজধানী রোমের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটি সেখানে নিরাপদে অবতরণ করেছে।
এক প্রতিবেদনে আনাদোলু এজেন্সি বলছে, মাঝ আকাশে নিরাপত্তা হুমকি দেখা দেওয়ার পর আমেরিকান এয়ারলাইন্সের ওই ফ্লাইটটিকে রোমের দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং ফ্লাইটটি সেখানে নিরাপদে অবতরণ করে।
এক বিবৃতিতে মার্কিন এই এয়ারলাইন্সটি বলেছে, ‘সম্ভাব্য নিরাপত্তা সমস্যার কারণে’ রোববার নিউইয়র্ক থেকে নয়াদিল্লিগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে রোমের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ফ্লাইটটি উড্ডয়ন করেছিল। কিন্তু মাঝ আকাশে থাকা অবস্থাতেই ফ্লাইটটিকে লিওনার্দো দ্য ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দরে পাঠানো হয় এবং সেখানেই এটি নিরাপদে অবতরণ করে।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবিসি নিউজকে বলেছেন, ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাওয়া গেছে এবং এর ফলেই বিমানটিকে রোমের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। তবে পরবর্তীতে তল্লাশির পর হুমকিটি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়।
অবশ্য রোমে পৌঁছানোর পর ফ্লাইটের যাত্রীদের স্ক্রিনিংয়ের জন্য টার্মিনালে নিয়ে যাওয়া হয় এবং নয়াদিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে বিমানটিকে পুঙ্খানুপুঙ্খভাবে নিরাপত্তা পরীক্ষা করা হয়।