Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধের তিন বছর

যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই রাশিয়ার হামলা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩০ পিএম

যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই রাশিয়ার হামলা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্তি আজ। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধ শুরু করে রাশিয়া। এরপর থেকে চলছে টানা হামলা। পালটা হামলা চালিয়েছে ইউক্রেনও। দুই দেশেরই বেশ ক্ষয়ক্ষতি হলেও হামলা-পালটা হামলা চলেছে অবিরত। 

শনিবার রাতেও (স্থানীয় সময়) ইউক্রেনজুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তবে এবার এ যুদ্ধ থামাতে বেশ তৎপর হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠকও করেছেন তার কর্তাব্যক্তিরা। যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই আবারও এ হামলা চালাল রাশিয়া। বিবিসি। 

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাট বলেছেন, সমন্বিত এক হামলায় ‘রেকর্ডসংখ্যক’ ২৬৭টি রুশ ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। এর মধ্যে ১৩৮টি ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে এবং জ্যামিংয়ের কারণে ১১৯টি ড্রোন রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে এবং কোনো ক্ষয়ক্ষতি ঘটাতে পারেনি। তবে বেসামরিকরা হতাহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। যদিও অনেক ড্রোন প্রতিহত করা হয়েছে। 

তবে জরুরি সেবা বিভাগগুলো জানিয়েছে, রাতে বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলায় ধ্বংসযজ্ঞ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ হামলা ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের তৃতীয় বার্ষিকীর এক দিন আগে ঘটেছে। এতে ঠিক কতজন নিহত হয়েছেন, তা স্পষ্ট নয়। তবে জরুরি সেবা বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী, অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, দক্ষিণ ইউক্রেনের খেরসনের একটি আবাসিক ভবনে হামলায় দুজন নিহত হয়েছেন। একজন পুরুষ এবং যমজ সন্তানের এক মা। আঞ্চলিক কর্তৃপক্ষও নিশ্চিত করেছে, মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরে একটি হামলায় একজন পুরুষ নিহত হয়েছেন এবং কমপক্ষে তিনজন আহত হয়েছেন। 

এ ছাড়া জাপোরিঝিয়া অঞ্চলে ড্রোন হামলায় আহত ৫৩ বছর বয়সি এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং রাজধানী কিয়েভে একাধিক স্থানে আগুন নেভাতে অগ্নিনির্বাপণ বাহিনী ডাকা হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে লিখেছেন, রাজধানীতে একাধিক ড্রোন হামলায় কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের মতে, খারকিভ, পোলটাভা, সুমি, কিয়েভ, চেরনিহিভ, মাইকোলাইভ, ওডেসাসহ অন্তত ১৩টি অঞ্চলে ড্রোন প্রতিহত করা হয়েছে। পাশাপাশি রাতের বেলায় রাশিয়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলেও ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, রাতে ইউক্রেন থেকে রাশিয়ার দিকে উৎক্ষেপণ করা ২০টি ড্রোন ‘ধ্বংস’ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম