Logo
Logo
×

আন্তর্জাতিক

পোপ ফ্রান্সিসের অবস্থা সংকটাপন্ন, বিশ্বজুড়ে প্রার্থনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৭ পিএম

পোপ ফ্রান্সিসের অবস্থা সংকটাপন্ন, বিশ্বজুড়ে প্রার্থনা

পোপ ফ্রান্সিস গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে ভ্যাটিকান। ৮৮ বছর বয়সি এই রোমান ক্যাথলিক ধর্মগুরু বর্তমানে রোমের জেমেলি হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তাকে ডাবল নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার ভ্যাটিকানের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মুহূর্তে পরিস্থিতি জটিল এবং চিকিৎসকেরা এখনই কোনো সুস্পষ্ট ভবিষ্যদ্বাণী করতে পারছেন না’।

এর আগে শনিবার প্রকাশিত নিয়মিত সন্ধ্যার আপডেটে জানানো হয়, ‘পোপ এখনো ঝুঁকিমুক্ত নন; তার অবস্থা আগের মতোই সংকটাপন্ন’।

ভ্যাটিকান জানিয়েছে, ‘আজ সকালে পোপ ফ্রান্সিস দীর্ঘস্থায়ী অ্যাজমাটিক শ্বাসকষ্টের সংকটে ভুগেছেন, যার জন্য তাকে উচ্চ-প্রবাহ অক্সিজেন দিতে হয়েছে’।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দৈনিক রক্ত পরীক্ষায় তার থ্রোম্বোসাইটোপেনিয়া (রক্তে প্লেটলেটের ঘাটতি) এবং রক্তাল্পতা (অ্যানিমিয়া) ধরা পড়েছে, যার জন্য তাকে রক্ত সঞ্চালন করতে হয়েছে।

তবে তিনি এখনো সচেতন রয়েছেন এবং বেশিরভাগ সময় চেয়ারেই কাটিয়েছেন। যদিও গতকালের তুলনায় আজ বেশি কষ্ট পাচ্ছেন বলে জানানো হয়েছে।

বিশ্বজুড়ে প্রার্থনা

এদিকে শনিবার সারা বিশ্বের নান ও পুরোহিতদের একটি দল জেমেলি হাসপাতালের বাইরে পোপের সুস্থতার জন্য প্রার্থনায় অংশ নেন। ব্রাজিলিয়ান পুরোহিত ডন ওয়েলিসন বলেন, ‘আমরা পোপের সুস্থতার জন্য প্রার্থনা করছি, আমাদের আশা, ঈশ্বরের কৃপায় তিনি দ্রুত সেরে উঠবেন’।

পোপ বর্তমানে বিছানা, চেয়ার এবং নিকটবর্তী একটি প্রার্থনা কক্ষের মধ্যে সময় কাটাচ্ছেন, যেখানে তিনি কিছু কাজও করছেন বলে জানিয়েছে ভ্যাটিকান।

চিকিৎসকদের মতামত

পোপের চিকিৎসক অধ্যাপক সের্জিও আলফিয়েরি জানিয়েছেন, ‘তার অবস্থা কিছুটা উন্নতি করায় ওষুধের মাত্রা সামান্য কমানো হয়েছে। তবে পরিস্থিতি এখনো গুরুতর। তিনি এখনো বিপদের মধ্যে আছেন। তবে এই মুহূর্তে মৃত্যুর শঙ্কায় নেই’।

পদত্যাগের সম্ভাবনা?

পোপ ফ্রান্সিস আগেও বলেছেন যে, তিনি আমৃত্যু দায়িত্ব পালন করতে চান। তবে প্রয়োজনে পদত্যাগের বিষয়টিও উড়িয়ে দেননি।

ইতালিয়ান কার্ডিনাল জিয়ানফ্রাঙ্কো রাভাসি বলেছেন, তিনি পোপের পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। 

তবে কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজ বলেছেন, ‘আমি এই মুহূর্তে পোপের উত্তরাধিকার নিয়ে বিশেষ কোনো আলোচনা শুনছি না। বরং সবাই তার প্রতি গভীর শ্রদ্ধা ও সমর্থন দেখাচ্ছে’।

পোপের স্বাস্থ্যের চ্যালেঞ্জ

পোপ ফ্রান্সিস দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ২০২১ সালে তার কোলন সার্জারি হয় এবং ২০২৩ সালে হার্নিয়ার অপারেশন করানো হয়।

তিনি ওজনাধিক্যের সমস্যায় ভুগছেন এবং প্রায়শই কোমর ও হাঁটুর ব্যথার কারণে তাকে হুইলচেয়ার ব্যবহার করতে হয়।

বিশ্বজুড়ে কোটি কোটি ক্যাথলিক বিশ্বাসী এখন পোপের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

পোপের ভবিষ্যৎ নিয়ে জল্পনা

পোপ ফ্রান্সিসের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং অনেকেই প্রশ্ন তুলছেন, তিনি পদত্যাগ করবেন কিনা?

এ বিষয়ে ভ্যাটিকানের সেক্রেটারি অফ স্টেট কার্ডিনাল পিয়েত্রো পারোলিন বলেছেন, ‘এ ধরনের আলোচনা স্বাভাবিক। তবে এই মুহূর্তে আমরা কেবল পোপের সুস্থতা ও তার পুনরুদ্ধারের দিকেই নজর দিচ্ছি’। সূত্র: জিও নিউজ

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম