Logo
Logo
×

আন্তর্জাতিক

স্বচ্ছ গণতন্ত্রের উজ্জ্বল দৃষ্টান্ত জার্মানির বুন্ডেসট্যাগ নির্বাচন

সজীব হোসেন

সজীব হোসেন

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১০ পিএম

স্বচ্ছ গণতন্ত্রের উজ্জ্বল দৃষ্টান্ত জার্মানির বুন্ডেসট্যাগ নির্বাচন

ইউরো জোনভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি। সংসদ সদস্য (এমপি) নির্বাচনে স্বচ্ছ গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে দেশটি। প্রায় আট কোটি মানুষের জার্মানিতে বর্তমানে বৈধ ভোটার রয়েছে পাঁচ কোটি ৯২ লাখ।

জার্মানির সংসদের নিম্নকক্ষের নাম বুন্ডেসট্যাগ। এর আসনসংখ্যা ৫৯৮টি। প্রয়োজন অনুসারে বুন্ডেসট্যাগের আসনসংখ্যা বাড়ানো যায়। ২০২৩ সালের এক আইন অনুযায়ী, অবশ্যই এ সংখ্যা ৬৫০ এর বেশি হবে না। 

বুন্ডেসট্যাগ 

বুন্ডেসট্যাগ নির্বাচনের জন্য একজন ভোটার মূলত দুটি ভোট দেন। প্রথম ভোট সরাসরি স্থানীয় এমপি নির্বাচনের জন্য। দ্বিতীয় ভোট দেন কোনো দলের পক্ষে। 

প্রথম ভোটের মাধ্যমে বুন্ডেসট্যাগের ৫০ শতাংশ (২৯৯টি) আসন পূরণ করা হয়। আর দ্বিতীয় ভোটের মাধ্যমে আনুপাতিক পদ্ধতিতে দলগুলোর পক্ষ থেকে বাকী ৫০ শতাংশ এমপি নেওয়া হয় বুন্ডেসট্যাগে। এ ক্ষেত্রে প্রতিনিধিত্ব করার জন্য অবশ্যই একটি দলকে মোট ভোটের অন্তত পাঁচ শতাংশ ভোট পেতে হয়।

বুন্ডেসট্যাগে নির্বাচিত এমপিরা পরে চ্যান্সেলর নির্বাচন করেন। একজনকে চ্যান্সেলর হতে কমপক্ষে ৩৫১ জন এমপির সমর্থন পেতে হয়। 

ভোটের এ নিয়ম অনুযায়ী, প্রথম ভোটের চেয়ে দ্বিতীয় ভোট বেশি গুরুত্ব বহন করে। কারণ যে দলের পক্ষে বেশি ভোট পড়বে সেই দল সরকার গঠনে এগিয়ে থাকবে। 

জোট বেঁধে সরকার গঠন জার্মানির রাজনীতির ঐতিহ্য হয়ে উঠেছে। কেননা সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সাধারণত কোনো দলই পায় না।

দেশটিতে চার বছর পরপর বুন্ডেসট্যাগ নির্বাচন হয়। এবার সেপ্টেম্বরে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু গত নভেম্বরে ক্ষমতাসীন জোট সরকার ভেঙে যাওয়ায় ছয় মাস আগেই আজ (রোববার) দেশটিতে এ নির্বাচন হচ্ছে। 

২৯টি দলের মোট ৪ হাজার ৫০৬ প্রার্থী লড়ছেন আজ। রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় রাত ১১টা) পর্যন্ত ভোটকেন্দ্রগুলো খোলা থাকবে। 

কে হবেন চ্যান্সেলর

আল-জাজিরার প্রতিবেদন বলছে, জরিপে রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) ৩০ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। অন্য যে কোনো দলের সঙ্গে জোট করে এবার দলটি ক্ষমতায় আসতে পারে। এই দলের নেতা ৬৯ বছর বয়সি ফ্রিডরিখ মার্জ এবার চ্যান্সেলর নির্বাচিত হতে পারেন। ২০২১ সালে অ্যাঞ্জেলা মার্কেল চ্যান্সেলর পদ থেকে সরে দাঁড়ানোর পর তিনি সিডিইউ নেতা হন।

এদিকে উগ্র ডানপন্থী দল অল্টারনেটিভ ফার ডয়েচল্যান্ড (এএফডি) ২০ শতাংশ ভোট পেতে পারে। এ দলের নেতা ৪৬ বছর বয়সি অ্যালিস উইডেল হতে পারেন বুন্ডেসট্যাগের বিরোধীদলীয় নেতা। 

ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) ১৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। এসপিডির নেতা ৬৬ বছর বয়সি ওলাফ শলৎস। ২০২১ সালের ডিসেম্বর থেকে জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দ্বিতীয়বার চ্যান্সেলর হওয়ার আর সম্ভাবনা নেই। 

বুন্ডেসরাট

জার্মানির উচ্চকক্ষ বুন্ডেসরাট। বুন্ডেসট্যাগের মতো বুন্ডেসরাটে সরাসরি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হয় না। জার্মানির ১৬টি রাজ্য থেকে বুন্ডেসরাটের ৬৯ আসনে প্রতিনিধি মনোনীত হয়। রাজ্যগুলোর সরকার এ মনোনয়ন দিয়ে থাকে। 

বুন্ডেসরাটের প্রধান কাজ রাজ্যগুলোর স্বার্থ রক্ষা করা। বুন্ডেসট্যাগে পাস হওয়া আইনের পর্যালোচনা, সংশোধন ও  অনুমোদনের জন্য বুন্ডেসরাটে পাঠানো হয়। তারা সেটি অনুমোদন করতেও পারে, প্রত্যাখ্যানও করতে পারে। তবে প্রত্যাখ্যান করলে তা মেনে চলতে বাধ্য নয় বুন্ডেসট্যাগ। অর্থাৎ আইন প্রণয়নে বুন্ডেসট্যাগের সিদ্ধান্তই মূখ্য। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম