Logo
Logo
×

আন্তর্জাতিক

নাসরুল্লাহর জানাজায় উপস্থিত থাকবেন যেসব ইরানি কর্মকর্তা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪২ পিএম

নাসরুল্লাহর জানাজায় উপস্থিত থাকবেন যেসব ইরানি কর্মকর্তা

ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর জানাজা ও দাফন আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে।  গত বছরের সেপ্টেম্বর মাসে বৈরুতে ইসরাইলি বিমান হামলায় তিনি নিহত হন।  তার অন্ত্যেষ্টিক্রিয়ায় বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্ব উপস্থিত হবেন। 

নাসরুল্লাহর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইরানের শীর্ষ কূটনীতিকরাও রওনা দিয়েছেন।  ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রোববার ভোরে নাসরুল্লাহর জানাজায় যোগ দিতে বৈরুতের উদ্দেশে রওনা হয়েছেন।

আরাগচি এবং গালিবাফ ছাড়াও, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনীর কার্যালয়, ইরানের বিচার বিভাগ, ইরানি সরকার ও সংসদের প্রতিনিধি ও দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের একটি দল অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ইসরাইলের বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহর দীর্ঘকালীন নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। 

তার মৃত্যুর পর, নাসরুল্লাহ প্রথমে তার পুত্র হাদি’র পাশে সমাহিত হন, যাকে ১৯৯৭ সালে হিজবুল্লাহর হয়ে লড়াই করার সময় হত্যা করা হয়েছিল। তার আনুষ্ঠানিক দাফন স্থগিত রাখা হয়েছিল যতক্ষণ না ইসরাইল দক্ষিণ লেবানন থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার শুরু করে। 

তথ্যসূত্র: মেহের নিউজ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম