Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩০ পিএম

ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টার অংশ হিসেবে খনিজ সম্পদ থেকে রাজস্ব ভাগাভাগি করার বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তির কাছাকাছি পৌঁছেছে ইউক্রেন। 

স্থানীয় সময় শনিবার (২২ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের উপকণ্ঠে মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারে এক সমাবেশে এ কথা বলেন তিনি। খবর রয়টার্সের। 

সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমরা একটি চুক্তির প্রায় কাছাকাছি। ’

তিনি বলেন, ‘রুশ আক্রমণকারীদের প্রতিহত করার জন্য ওয়াশিংটন ইউক্রেনকে যে বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে তা পুনরুদ্ধার করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। ’

তিনি বলেন, ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র ‘বিরল’ মৃত্তিকা, তেল বা ‘ যা কিছু পাওয়া যায়’ তা চাচ্ছে। 

সম্প্রতি ট্রাম্প প্রশাসন ইউক্রেনে যুদ্ধের অবসানের লক্ষ্যে বৃহত্তর আলোচনার অংশ হিসেবে ‘বিরল’ আর্থ খনিজ সম্পদের চুক্তির প্রস্তাব দিয়েছে। 

মূলত ইউক্রেনের প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে। যেগুলো অস্ত্র, বৈদ্যুতিক গাড়িসহ বিভিন্ন পণ্য উৎপাদনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এসব সম্পদ বিশ্বের সব জায়গায় পাওয়া যায় না এবং এগুলো আহরণ করাও সহজ নয়। তাই এই সম্পদগুলো বেশ মূল্যবান। ইউক্রেনে যেসব প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেগুলো চীনেও রয়েছে। তাই যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা চীনকে টেক্কা দিতে ইউক্রেনের সম্পদের দিকে নজর দিয়েছে।

মূলত বিশ্বে ১৭ ধরনের বিরল প্রাকৃতিক সম্পদ রয়েছে। আর ইউক্রেনের কাছে যে সম্পদ আছে সেগুলো যুক্তরাষ্ট্রের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ তাদের এ সম্পদের অপ্রতুলতা রয়েছে। ইউক্রেনের কাছে সবচেয়ে বেশি আছে— গ্রাফাইট, লিথিয়াম, টিটানিয়াম, বেরিলিয়াম এবং ইউরেনিয়াম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম